ভারতে নারী-নির্যাতন বেড়েছে ৪৬ শতাংশ : শীর্ষে উত্তরপ্রদেশ আর দিল্লী

0
931
ভারতে নারী-নির্যাতন বেড়েছে ৪৬ শতাংশ : শীর্ষে উত্তরপ্রদেশ আর দিল্লী

হিন্দুত্ববাদী ভারতের জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ) জানিয়েছে, চলতি বছরের প্রথম আট মাসে দেশটিতে নারীদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এনসিডব্লিউ এই বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মহিলাদের বিরুদ্ধে ১৯,৯৫৩ টি অপরাধের অভিযোগ পেয়েছে। ২০২০ সালের একই সময়ে রিপোর্ট করা নারীদের উপর নির্যাতনের অভিযোগ ছিল ১৩,৬১৮ টি। গত বছরের চেয়ে এবারের সংখ্যাটি বেশি।

এই অভিযোগগুলির অর্ধেকেরও বেশি কুখ্যাত যোগী আদিত্যনাতের রাজ্য উত্তরপ্রদেশ থেকে এসেছে। যার মোট সংখ্যা ছিল ১০,০৮৪ টি। এর পরে ২,১৪৭ টি অভিযোগ নিয়ে দিল্লির অবস্থান ২য়।

এনসিডব্লিউ তথ্যমতে, অভিযোগের কারণগুলো ছিল যথাযথ সম্মান এবং মর্যাদা না পাওয়া, পারিবারিক সহিংসতা, ধর্ষণ, ইভটিজিং, যৌতুক এবং সাইবার ক্রাইম।

উল্লেখ্য, ভারতের হিন্দুসমাজে নারীদের উপর নির্যাতন অনেক পুরোনো। নারীদের হত্যা, ধর্ষণ, যৌতুক হয়রানি, যথাযোগ্য মর্যাদা না দেয়া ইত্যাদি বিষয়গুলো সতীদাহ প্রথার মতোই হিন্দুত্ববাদী ভারতের ঐতিহ্যে পরিণত হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ : বাস্তুচ্যুত ৫৯ মিলিয়ন মানুষ
পরবর্তী নিবন্ধগাছে গাছে মাসনুন দোয়ার প্লেট : জামায়াত-শিবির ট্যাগের আড়ালে যুগান্তরের ইসলামবিদ্বেষ!