তালিবান কর্তৃক শরিয়াহ শাসনের সমর্থনে কাবুলে মিছিল করলো আফগান নারী শিক্ষার্থীরা

1
1731
তালিবান কর্তৃক শরিয়াহ শাসনের সমর্থনে কাবুলে মিছিল করলো আফগান নারী শিক্ষার্থীরা

গত শনিবার কাবুল বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের সামনে তিনশোরও বেশি নারী শিক্ষার্থী তালিবান সরকারের প্রতি সমর্থন জানিয়ে বোরকায় সারা শরীর ঢেকে এ র‌্যালিতে অংশ নেয়। ইউরো নিউজ, টাইমস অব ইন্ডিয়াৎ

তালিবানের জারি করা শরিয়া আইন,পোশাক পরিধানের ব্যাপারে ইসলামি নীতিমালার প্রতি সমর্থন প্রকাশ করেছে সেই নারীরা। তাদের হাতে শোভা পাচ্ছিলো তালিবানের সাদাকালো পতাকা। পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছিলো তারা। তালিবানের সশস্ত্র প্রহরায় র‌্যালিতে অংশ নেওয়ার পর তারা একটি সমাবেশে যোগ দেয়। বিজনেস ইনসাইডার

সম্প্রতি কিছু নারী স্বাধীনতার দোহাই দিয়ে বিভিন্ন অযুক্তিক  দাবিতে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তালিবান বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলো। শনিবারের সমাবেশে তালিবান সমর্থনকারী নারী শিক্ষার্থীরা সেইসব প্রতিবাদকারী নারীদেরও সমালোচনা করেছেন।

গত মাসে কাবুল বিজয়ের মাধ্যমে পুনরায় ক্ষমতায় আসার পর শরিয়াহ অনুযায়ী নারীদের অধিকার বাস্তবায়নের ঘোষণা দিয়েছে তালিবান। তালিবান কর্তৃপক্ষ জানিয়েছে,আফগান নারীরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে। তবে তাদের অবশ্যই আবায়া ও নিকাব পরিধান করতে হবে।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআমি এখন খুব খুশি; এখানে কোনো ধরনের সমস্যা হচ্ছে না- আফগান কর্মজীবী নারী
পরবর্তী নিবন্ধপাকিস্তান | টিটিপির অসাধারণ এক হামলায় ২০ এরও বেশি মুরতাদ সেনা হতাহত