দেশজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ক্ষমতাসীন আওয়ামীলীগ এবং এর কর্মী-সমর্থকরা। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও তাদের গুন্ডাগিরি দেখানো চাই।
এরই ধারাবাহিকতায় স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থীর ১৫ জন সমর্থককে আহত করা সহ এক সমর্থকের হাতের কবজি কেটে নিয়েছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সমর্থকেরা। ঘটনাটি ঘটেছে নোয়াখালির হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে।
স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম জানান, রোববার বিকালে সাগরিয়া বাজারে তাদের পূর্ব নির্ধারিত পথসভা ছিল। ৮নং ওয়ার্ডে থেকে লোকজন সাগরিয়া বাজার আসার পথে ইব্রাহীম মার্কেট এলাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জিয়া আলী মোবারকের লোকজন হামলা করে। এতে ঘটনাস্থলে ১৫ জন আহত হয়। এর মধ্যে জহির উদ্দিন বাবর (৪৫) নামে একজনের হাতের কব্জি কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। আব্দুর রহমান (৪০) নামে আরো একজনকে মাথায় কুপিয়ে যখম করা হয়।
বুড়িরচর ইউনিয়নে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করছেন জিয়া আলী মোবারক কল্লোল। প্রতিপক্ষ হিসাবে মাঠে অবস্থান করছেন স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম। প্রতিপক্ষকে দুর্বল করতেই এধরনের নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জিয়া আলী মোবারক কল্লোলের সমর্থকেরা বলে মনে করছেন স্থানীয়রা। এলাকাবাসী আরও জানান, উপজেলা পরিষদ থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে।
হাতিয়ার এই ঘটনাই মূলত দেশজুড়ে আওয়ামী গুন্ডাদের নৈরাজ্য ও সন্ত্রাসের চিত্র বলে মন্তব্য করেছেন অনেকে।