সিরিয়ায় ক্রুসেডারদের ড্রোন হামলায় শাহাদাত বরণ করেছেন আল-কায়েদা সিরিয়ান শাখার একজন কমান্ডার।
স্থানীয় সূত্রে জানা গেছে যে, সম্ভাব্য ক্রুসেডার মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বিমান বাহিনীর একটি ড্রোন (SOHA) গত ২০ সেপ্টেম্বর উত্তর সিরিয়ার ইদলিব প্রদেশে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
জানা যায় যে, ক্রুসেডারদের ড্রোন হামলার শিকার হওয়া উক্ত গাড়িটি ছিল আল-কায়েদা সিরিয়ান শাখা তানযিম হুররাস আদ-দ্বীনের সংশ্লিষ্ট মুজাহিদদের।
স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ইদলিব-বিন্নিশ সড়কে দিনের আলোতে যাতায়াতকালে গাড়িটি টার্গেট করে ড্রোন হামলা চালানো হয়। কিছু গণমাধ্যম উল্লেখ করেছে যে, ড্রোনটি ক্রুসেডার মার্কিন যুক্তরাষ্ট্রের।
আল-কায়েদা সংযুক্ত অ্যাকাউন্টের তথ্যমতে, উক্ত ড্রোন হামলায় তানযিম হুররাস আদ-দ্বীনের কমান্ডার শাইখ আবু হামযা আল-ইয়ামানী শহিদ হয়েছেন। তবে বাকি দু’জনের বিষয়ে মুজাহিদগণ এখনো কোন মন্তব্য করেন নি।
উল্লেখ্য যে, কিছু সূত্র বলছে, ক্রুসেডার আমেরিকার এই হামলার টার্গেটে ছিলেন শাইখ আবুল বারা আত-তিউনিসী। তবে হামলার পর শাইখের শাহাদাতের বিষয়ে এখনো সুনিশ্চিত কোন তথ্য পাওয়া যায় নি।
نسأل الله أن يتقبل أخينا و يحشره مع النبيين و الصديقين