পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে ইসরাইলি সেনাদের গুলি : নিহত ৪

0
978
পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে ইসরাইলি সেনাদের গুলি : নিহত ৪

পশ্চিমতীরের জেনিন শহরে ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা। এতে চারজন মুসলিম নিহত হয়েছেন। এছাড়াও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় আছেন অসংখ্য।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে পশ্চিমতীরের জেনিন শহরে ফিলিস্তিনিদের ওপর এ সন্ত্রাসী হামলা চালায় ইহুদি সেনারা।

ফিলিস্তিনের গণমাধ্যমের খবরে বলা হয়, রোববার সকালে পশ্চিমতীরের জেনিন শহরে ফিলিস্তিনিদের গ্রেফতার করতে অভিযান চালায় দখলদার ইহুদি সেনারা। এতে ফিলিস্তিনিরা প্রতিবাদ জানালে নির্বিচারে গুলি চালায় ইসরাইলি আগ্রাসী বাহিনী। পশ্চিম জেনিনের বোরকিন নামে একটি গ্রামে ওই সংঘাতের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনী গুলিবিদ্ধসহ গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গুরুত আহত অবস্থায় সেখানে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এদিকে, গুলিতে নিহত কয়েকজনের লাশ নিয়ে গেছে ইহুদি সেনারা।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, আহমদ জাহরান, মাহমুদ হামিদান, জাকারিয়া বাদওয়ান।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত ইসরাইলি বাহিনী জেনিন শহরের ওই এলাকায় এ সন্ত্রাসী হামলা চালায়।

অন্যদিকে, এ ঘটনার আগের দিন মুহাম্মদ আলি খাবিসা নামের এক ফিলিস্তিনি যুবককের মাথায় গুলি করে হত্যা করে সন্ত্রাসী ইহুদি সেনারা। সূত্র: কুদুস নিউজ নেটওয়ার্ক।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট | কুন্দুজ ও তাখার প্রদেশের নিরাপত্তায়”মানসুরী ফোর্স” এর মুজাহিদগণ
পরবর্তী নিবন্ধস্কচটেপ পেচানো বিস্কুটের কার্টুনে পাওয়া গেল নবজাতক শিশু