শিল্প নগরী হেরাতের কল-কারখানাগুলি পরিদর্শনে তালিবানদের প্রতিনিধি দল

0
1424
শিল্প নগরী হেরাতের কল-কারখানাগুলি পরিদর্শনে তালিবানদের প্রতিনিধি দল

আফগানিস্তানের গুরুত্বপূর্ণ প্রদেশ হেরাতের ডেপুটি গভর্নর মৌলভী শের আহম্মদ মুহাজির, অর্থ উপমন্ত্রী, শিল্প ও খনিজ চেম্বারের চেয়ারম্যান এবং কিছু কল-কারখানার মালিক প্রদেশের শিল্প নগরী পরিদর্শন করেছেন এবং তাদের সমস্যার খোঁজখবর নেন।

চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং উপমন্ত্রী হামিদুল্লাহ খাদেম, শিল্প নগরীর কিছু অংশ পরিচয় করিয়ে দেওয়ার সময় বিনিয়োগকারীদের সমস্যা, বিশেষ করে কাস্টমসের সমস্যা, হেরাতের ডেপুটি গভর্নর এবং অর্থমন্ত্রীর সঙ্গে শেয়ার করেন।

জনাব খাদেম দেশীয় পণ্যের অনুরূপ পণ্য আমদানি রোধের প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং সরকারি কর্মকর্তাদের দেশীয় পণ্য ব্যবহার করার আহ্বান জানান।

অন্যদিকে, হেরাত শিল্প নগরীর কলকারখানার মালিকরা ইমারতে ইসলামিয়ার নিরাপত্তা, দুর্নীতি নির্মূল এবং অন্যান্য সুযোগ -সুবিধার প্রশংসা করেছেন।

হেরাতের ডেপুটি গভর্নর মৌলভী শের আহম্মাদ আম্মার মুহাজির হাফিজাহুল্লাহ্ স্থানীয় কারিগর ও উৎপাদকদের জন্য স্থানীয় প্রশাসনের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেন, এখন থেকে দেশীয় পণ্যই সরকারি অফিসে ব্যবহার করা হবে। দেশীয় পণ্য থাকা অবস্থায় কোন বিদেশি পণ্য ব্যবহার করা হবে না।

অর্থ উপমন্ত্রী শিল্পপতিদের শুল্ক সমস্যা সমাধানে কথা বলেন এবং একই ধরনের কাজ দেশীয় উৎপাদনে প্রবেশের জন্য শুল্ক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

বর্তমানে হেরাত ইন্ডাস্ট্রিয়াল পার্ক কার্পেট, খাদ্যসামগ্রী, নন-অ্যালকোহলিক পানীয়, ওষুধ এবং ডজন ডজন অন্যান্য পণ্য উৎপাদন করছে।

শিল্প নগরীর কল-কারখানাগুলির পরিদর্শনের কিছু দৃশ্য…

IMG-20211003-191938-023
IMG-20211003-191936-418
IMG-20211003-191955-771
IMG-20211003-191939-633
IMG-20211003-192010-239
IMG-20211003-192014-392
IMG-20211003-191953-520
IMG-20211003-191952-221
IMG-20211003-191957-274
IMG-20211003-191949-363
IMG-20211003-191958-633
IMG-20211003-191947-893
IMG-20211003-192000-634
IMG-20211003-191946-090
IMG-20211003-192002-277
IMG-20211003-191945-238
IMG-20211003-192003-845
IMG-20211003-191943-154
IMG-20211003-192005-125
IMG-20211003-191941-149
IMG-20211003-192006-584

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাক-তালিবানদের তীব্র হামলায় অফিসারসহ ৭ এরও বেশি সেনা নিহত
পরবর্তী নিবন্ধ৬ বন্দি পালানোর ঘটনায় গ্রেফতার নারীসহ ৫২ ফিলিস্তিনি