মসজিদ উচ্ছেদে বাধা দিতে গিয়ে শ্লীলতাহানির শিকার হলেন একজন মুসলিম উইঘুর নারী। হোহত নামক স্থানের এক মসজিদে চীনা প্রশাসন মসজিদ উচ্ছেদ কার্যক্রম চালায়। তারা মসজিদের গম্বুজ এবং মিনার ভেঙ্গে ফেলে।
ঘটনাস্থলে ‘হাজার হা’ নামের সেই মুসলিম উইঘুর নারী একা প্রতিবাদ জানাতে যান। তিনি সেখানে পরপর দুইদিন অবস্থান করেন। মসজিদ থেকে তিনি সাহসিকতার সাথে এক কপি ক্বুর’আন নিয়ে আসেন এবং মসজিদ উচ্ছেদে বাধা দিতে থাকেন।
বেশ কিছু মুসলিম সেখানে তাঁকে বোঝানোর চেষ্টা করলেও তিনি কারও কোন কথা আমলে না নিয়ে প্রতিবাদ চালাতে থাকেন। এরপর পুলিশ এসে তাঁকে হেনস্তা করে এবং তাঁর কাপড় টেনে ছিঁড়ে ফেলে। পরবর্তীতে তাঁকে একটি মানসিক হাসপাতালে পাঠানো হয় এবং তাঁকে সেখানে একটি দলিলে স্বাক্ষর করতে বাধ্য করা হয়- যেখানে শর্ত দেওয়া হয় যে তিনি কোনও মসজিদ উচ্ছেদ কার্যক্রমে আর কখনও বাঁধা দিবেন না।
যখন মসজিদের গম্বুজ সরিয়ে ফেলা হয় তখন তিনি কান্নায় ভেঙ্গে পড়েন এবং জোরে জোরে তাক্বির দিতে থাকেন এবং কালিমা পড়তে থাকেন।
তথ্যসূত্র:
১। https://tinyurl.com/3tdpf5hx
২। গম্বুজ ভাঙ্গায় উইঘুর নারীর কান্না –
https://tinyurl.com/r4b6ubxt