সোমালিয়ায় দখলদার বুরুন্ডিয়ান সেনাদের উপর একটি সফল হামলা চালিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন। এতে হতাহত সৈন্যদের সরিয়ে নিতে ৩টি হেলিকপ্টার অবতরণ করেছে বলে জানা গেছে।
শাহাদাহ্ নিউজ এজেন্সীর বিবরণ অনুযায়ী, আজ ১৮ নভেম্বর বৃহস্পতিবার দখলদার বুরুন্ডিয়ান সৈন্যদের একটি টহলদলকে টার্গেট করে সফল হামলা চালিয়েছেন হারাকাতুশ শাবাবের বীর মুজাহিদিন। যাতে কমপক্ষে ৮ বুরুন্ডিয়ান সৈন্য নিহত এবং আরও ৮ এর বেশি সৈন্য আহত হয়েছে।
সূত্রটি থেকে আরও জানা যায়, দক্ষিণ সোমালিয়ার কেন্দ্রীয় শাবেলী রাজ্যের মাহদাই শহরের উপকণ্ঠে বার্নি এলাকায় সফল এই হামলাটি চালিয়েছেন মুজাহিদগণ, বুরুন্ডিয়ান সৈন্যরা তখন এলাকাটির টহলদারিতে নিয়োজিত ছিল। পরে ঘটনাস্থল থেকে আহত ও নিহত সৈন্যদের মৃতদেহ সরিয়ে নিতে ঐ হেলিকপ্টার ৩টি অবতরণ করে।
ইসলাম ও মুসলিমের শত্রুদের জন্য এখন পালিয়ে বাঁচার পথও কঠিন করে তুলেছেন ইসলামি প্রতিরোধ যোদ্ধারা।