জায়নিস্ট আগ্রাসন | আমারা তোমাদের পড়তে দিব না – ইহুদিদের দাম্ভিকতা

ইউসুফ আল-হাসান

0
1128
জায়নিস্ট আগ্রাসন | আমারা তোমাদের পড়তে দিব না – ইহুদিদের দাম্ভিকতা

সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বর্বর ইহুদিদের আস্ফালন।
এবার ইসরাইলি সেনাবাহিনী ও চরমপন্থী ইহুদিদের একটি দল যৌথভাবে পশ্চিম তীরের একটি গ্রামে অভিযান চালায়। অভিযানে ফিলিস্তিনি ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতে বাধা ও ভয় দেখিয়ে পরে রাস্তাটি বন্ধ করে দেয়।

এ সময় এক ইহুদি যুবক গর্ব-অহংকারে বলতে থাকে ফিলিস্তিনিদের জন্য কোন পড়াশোনা নেই।

IMG-20211202-215446

গত ২৮ নভেম্বর কুদুস নিউজ নেটওয়ার্ক ভিডিওযুক্ত একটি নিউজ পোস্ট করে। এক ইহুদি যুবক নিজেই ভিডিওটি ধারণ করেছিল।

ভিডিওতে ওই ইহুদিকে বলতে শোনা যায়, ‘আজ পাথর নিক্ষেপকারীদের জন্য কোন স্কুল নেই, আমরা আল-লুবান গ্রাম বন্ধ করে দিয়েছি। কোন বাসিন্দাদের প্রবেশ করতে দেওয়া হবে না। আল-লুবান গ্রাম আজ থেকে বন্ধ।’

ঐ ইহুদি সন্ত্রাসী আরও বলে, ‘সেনা-পুলিশের সহায়তায় আমাদের যুদ্ধ ন্যায্য, সঠিক এবং আইন সিদ্ধ… ‘আজ তোমাদের জন্য কোন স্কুল নেই। আমরা তোমাদের আজ শিখতে দেব না।’

IMG-20211202-215344

এ সময় ফিলিস্তিনিরা ইহুদি সেনাদের মুখোমুখি হয়ে অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে। দখলদার বাহিনী সরাসরি কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে ছাত্রদের উপর। এতে অন্তত ৭০ জন ছাত্র আহত হয়।

এ ঘটনায় এক সপ্তাহ পার হলেও কথিত জাতিসংঘ বা কোন মানবাধিকার সংস্থা এখন পর্যন্ত একটি শব্দও করেনি।

একদিকে মুসলিম দেশগুলোতে শিক্ষা-মানবাধিকারের নামে তাদের মায়াকান্না, অন্যদিকে আরাকান, কাশ্মীর, ফিলিস্তিনে তাদের এ নীরবতা পশ্চিমা মানবাধিকারের অসারতাকে দিন দিন স্পষ্ট করে দিচ্ছে!

অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, মুসলিমদের ন্যায্য অধিকারের প্রশ্নে পশ্চিমাদের এই নিরবতা কোন বিস্ময়কর ঘটনা নয়। এই নিরবতা বরং মুসলিমদের এই বার্তাই দিচ্ছে যে, মুসলিমদের মানবাধিকার রক্ষার জন্য নয়, জাতিসংঘ তৈরি হয়েছে মূলত অবিশ্বাসী সম্প্রদায়ের জুলুমকে বৈধতা দেওয়ার জন্য৷

তথ্যসূত্র :
=======
১। “No school for Palestinians today,” Israeli-French settler brags about harassing Palestinian students in Nablus-
https://tinyurl.com/2934da47

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধস্পষ্টভাবে ইসলামেরর বিধান প্রকাশ ও স্রষ্টার নির্দেশ পালন করায় গ্রেফতার মেয়র আব্বাস
পরবর্তী নিবন্ধএবার পুলিশি নির্যাতনে হাত কাটা গেলো মুসলিম যুবকের