মসজিদ অবমাননা : ‘স্যাফরন’ রঙ দ্বারা পরিবর্তন করলো উগ্র হিন্দুত্ববাদীরা

আবু উবায়দা

0
1161
মসজিদ অবমাননা : ‘স্যাফরন’ রঙ দ্বারা পরিবর্তন করলো উগ্র হিন্দুত্ববাদীরা

এবারে বেনারসের একটি মসজিদকে ‘স্যাফরন’ রঙ দিয়ে মাখিয়ে দিলো উগ্র হিন্দুত্ববাদীরা। আগামী ১৩ই ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী ‘গুজরাটের কসাই’ নরেন্দ্র মোদীর কাশী বিশ্বনাথ মন্দিরে সফর উপলক্ষে সেই রাস্তার একটি মসজিদকে ‘স্যাফরন’ রঙ দিয়ে রঙ করে উগ্র হিন্দু সন্ত্রাসীরা।

সেই মসজিদ কমিটির একজন সদস্য জানায়, সেখানের রাস্তার সবকটি ভবনকেই হালকা গোলাপী রঙ দ্বারা রঙ করা হয়। পরবর্তীতে মসজিদ কমিটি এই বিষয়ে অপত্তি জানালে সেই মসজিদের রঙ পুনরায় সাদা করে দেওয়া হয়।

মসজিদ কমিটির অপর এক সদস্য বলেন, “মসজিদটি প্রথমে সাদা রঙের ছিলো। পরে তারা মসজিদ কমিটির সদস্যদের সাথে কোনও কথা না বলেই মসজিদ জাফরাং রঙ দিয়ে রঙ করে দেয়”। তিনি এটিকে ষড়যন্ত্রমূলক কাজ হিসেবে আখ্যা দেন।

জেলা ম্যাজিস্ট্রেটের সাথে এই বিষয়ে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।

তথ্যসূত্র:
—–
১। The Siasat Daily- Mosque painted ‘saffron’ in Varanasi
https://tinyurl.com/y2htdwr2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসলাম বিদ্বেষী আওয়ামী-মুরাদদের নোংরা চরিত্র
পরবর্তী নিবন্ধমুসলিম যুবকদের টার্গেট করে একের পর এক চলছে পুলিশি নির্যাতন