ভারতের দমদমে পুলিশী নির্যাতনে মুসলিম যুবকের মৃত্যু

মাহমুদ উল্লাহ্‌

0
771

ভারতে চুরির অভিযোগ তুলে ধরে নেওয়ার পর পুলিশী নির্যাতনে মুসলিম যুবকের মৃত্যু হয়েছে।

টিটাগড়ের বাসিন্দা বছর উনিশের মইনুদ্দিন খাঁর বিরুদ্ধে চুরির অভিযােগ আনা হয়। সেই অভিযােগে গত ৬ ডিসেম্বর তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে রাখা হয় দমদম সেন্ট্রাল জেলে। জেল হেফাজতে থাকাকালীন নির্মম অত্যাচারে শনিবার সন্ধায় মৃত্যু হয় মইনুদ্দিনের।

নিহত ওই যুবকের পরিবারের অভিযােগ, জেল হেফাজতে থাকাকালীন শুধুমাত্র সন্দেহের বশে পুলিশ তার উপর বেধড়ক অত্যাচার করে। সে কারণেই মৃত্যু হয়েছে মইনুদ্দিনের। দমদম সেন্ট্রাল জেল কর্তৃপক্ষের তরফে মৃত্যুর খবর কেন দেওয়া হল না, সেই প্রশ্নও তােলেন ওই যুবকের পরিজনেরা।

ছেলের মৃত্যুর খবর পাওয়ার পরই থানায় ছুটে যান তাঁর পরিজনেরা। অভিযােগ, সেই সময় পুলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে। পুলিশ তাদের মারধর করে থানা থেকে বের করে দেয়। এরপরই নিহতের পরিজনেরা ক্ষোভে ফেটে পড়েন। টিটাগড় থানার সামনে বিটি রােড অবরােধ করেন তাঁরা।

কিছুক্ষণ অবরােধ করে রাখার পর পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে সরিয়ে দেয়।

তথ্যসূত্র:
—–
১। https://bongobanii.com/beaten-to-death/

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসেন্ট্রাল সোমালিয়ার কৌশগত মাতাবান জেলায় স্বগর্বে উড়ছে তাওহীদের পতাকা
পরবর্তী নিবন্ধআল-কায়েদা কর্তৃক বুর্কিনা-ফাসোর ওয়েনডিগো শহর বিজয়, নিহত ৯ সেনা সদস্য