পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় দখলদার দেশগুলোর ১২টি ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছেন দেশটির ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা। যার একটিতেই ৭ ক্রুসেডার হতাহত হয়েছে বলে জানা গেছে।
বিবরণ অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর বুধবার, আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা সোমালিয়ায় এক ডজনেরও বেশি অভিযান চালিয়েছেন। যার মধ্যে ১২টি অভিযানই চালানো হয়েছে কুফ্ফার জাতিসংঘের অংশীদার দেশগুলোর সামরিক ঘাঁটিগুলো টার্গেট করে।
এরমধ্যে শুধু দক্ষিণ-পশ্চিম সোমালিয়ার বাকুল রাজ্যের ওয়াজিদ শহরে মুজাহিদদের পরিচালিত এক হামলাতেই ৭ সৈন্য হতাহত হয়েছে। শাহাদাহ এজেন্সির খবরে বলা হয়েছে, সামরিক ঘাঁটিতে মুজাহিদদের এই হামলায় হতাহত সকল সৈন্যই ছিল ইথিওপিয়ার।
অপরদিকে সেদিন মুজাহিদগণ তাদের অন্য অভিযানগুলো পরিচালনা করেছেন রাজধানী মোগাদিশু সহ বাকুল, বে, যুবা ও শাবেলি সুফলা রাজ্যে। আশা করা হচ্ছে, এসব স্থানেও মুজাহিদদের পরিচালিত হামলাগুলোতে আরও কয়েক ডজন ক্রুসেডার সৈন্য হতাহত হয়ে থাকবে।