শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে হিন্দুত্ববাদীদের নানা বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন মুসলিরা। শিক্ষা, সরকারী চাকরীসহ অনেক ক্ষেত্রে বেচেঁ থাকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
মালদা-মুর্শিদাবাদ জেলায় গঙ্গাভাঙ্গন অতি পুরনাে সমস্যা। বিজেপি, কংগ্রেস, বামেরা – কেউ এটাকে গুরুত্ব দেয়নি। বিজেপি-সিপিএম-কংগ্রেস হােক কিংবা তৃণমূল- মুসলিমদের ভােট ব্যাংক বাগিয়ে রাখাটাই শুধু ওদের প্রধান লক্ষ্য।
গঙ্গাভাঙ্গনে ক্ষতিগ্রস্ত প্রায় সকল ধর্মের লােকেরাই, তবে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিকদের অধিকাংশই মুসলিম।
আর বিধায়িকা চন্দনা সরকার ক্ষতিগ্রস্থদের সরকারি অনুদান প্রদানের জন্যে ১৩৯ জনের একটা লিষ্ট পারমিট করেছেন, যেখানে ১৩৯জনই হিন্দুধর্মের লােক। একজন মুসলিমকেও অনুদান প্রদানের লিষ্টে জায়গা দেওয়া হয়নি।
তাহলে কি বিজেপির রাজনৈতিক CAA-CAB মতাদর্শে দীক্ষিত হয়েই এই লিষ্ট তৈরি করেছে চন্দনা!
ইনিই সেই নেত্রী, যিনি ভােটের সময বড় বড় ভাষনে সম্প্রীতির ডায়লগ দেন! ভােটের সময় হিন্দু-মুসলিম ভাই ভাই বলে ভােট নিয়ে, ভােটের পরে জাত যায় যায় রাজনীতির নােংরা খেলা শুরু করে।
বিশ্লেষকরা তাই বলছেন যে, মুখে যে যত সম্প্রীতির কথাই বলুক না কেন, এটা তাদের আলগা পোশাক। ভারতে প্রায় সব রাজনৈতিক দলই মূলত ভেতরে ভেতরে আরএসএস-এর অখণ্ড ভারতের আদর্শ লালন করে।
তথ্যসূত্র:
—–
১। গঙ্গাভাঙনে ক্ষতিগ্রস্থদের তালিকায় নেই কোন মুসলিমের নাম
https://tinyurl.com/2p8nnpue