ভারতের বিভিন্ন রাজ্যে হিজাব নিষিদ্ধ হওয়ার পর এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেও হিজাব বিদ্বেষ দেখা যাচ্ছে।
হিজাব-পরা শিক্ষার্থীদেরকে স্কুলে ঢুকতে দেয়নি দীনবন্ধু মিত্র নামের এক উগ্র হিন্দু শিক্ষক।
শুক্রবার ১১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সুতি ব্লকের বহুতালি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এ ঘটনা ঘটেছে।
অভিভাবকরা জানান, শুক্রবার স্থানীয় বহুতালি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক দীনবন্ধু মিত্র ছাত্রীদের হিজাব পরে স্কুলে না-আসার নির্দেশ দেয়। মাথায় ওড়নাও না দিতে বলে। প্রধানশিক্ষকের নির্দেশের কথা বাড়ি ফিরে অভিভাবকদের জানান মুসলিম শিক্ষার্থীরা।
শনিবার ১২ ফেব্রুয়ারি সকালে অভিভাবকরা স্কুলে গিয়ে প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেন।
জানা যায়, শিক্ষার্থীদের হিজাব পড়তে নিষেধ করায় সেখানে উত্তাল পরিস্থিতির তৈরী হয়। এ সময় তাকে উদ্ধারের জন্য হিন্দুত্ববাদী প্রশাসনের বিশাল পুলিশ বাহিনী আসে। প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ থেকে সরিয়ে দিতে মুসলিমদের উপর লাঠিচার্জ ও অনবরত গুলি চালায়।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের ঘটনায় কর্নাটকের মুসলিম ছাত্রীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কলকাতায়ও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। পার্ক সার্কাসে হাজার হাজার মুসলিম শিক্ষার্থী জড়ো হয়ে নিজেদের অধিকার আদায়ের জন্য বিক্ষোভে অংশগ্রহণ করেছেন।
এ সময়ে ‘হিজাব আমাদের অধিকার’ বলে তারা স্লোগান দেন।
শবনম খাতুন নামের এক বিক্ষোভকারী বলেন, “আমরা হিজাব পরতে চাই। তাতে তাদের আপত্তি কেন? হিজাব আমাদের প্রগতির পথে অন্তরায় না। কীভাবে অধিকার আদায়ে লড়াই করতে হয়, তা আমরা জানি।”
তিনি আরও বলেন, ‘মুসলিম ছাত্রীরা সব দিক থেকে এগিয়ে। তারা প্রকৌশলী, বিমানচালক ও পুলিশ সার্ভিসেও কাজ করেন। হিজাব আমাদের পরিচয়, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তা নিষিদ্ধ করতে পারে না।’
হক্কানি উলামাগণ তাই এই সত্য মুসলিমদেরকে অনুধাবন করতে বলেছেন যে, বিধর্মীদেরকে তুষ্টিকরণ বা নিজের দ্বীনে ছাড় দেওয়া – এসবের কিছুই তাদেরকে হিন্দুত্ববাদের প্রবল স্রোত থেকে রক্ষা করতে পারবে না। পাশাপাশি উদ্ভুত পরিস্থিতিতে মুসলিমদেরকে তাদের অধিকার আদায়ে আরও সোচ্চার হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।
তথ্যসূত্র :
১। হিজাব নিষিদ্ধ করায় মুর্শিদাবাদের স্কুলে বিক্ষোভ
https://tinyurl.com/yc346ura
https://tinyurl.com/2xr29hpk