মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকের তকমা দেওয়ার দাবি হিন্দুত্ববাদী বিজেপি বিধায়কের

উসামা মাহমুদ

1
886
মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকের তকমা দেওয়ার দাবি হিন্দুত্ববাদী বিজেপি বিধায়কের

ভারতে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা কৌশলে মুসলিমদেরকে একরকম দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রেখেছে। শুধু মুসলিম হওয়ার কারনে সকল কিছুতেেই অঘোষিতভাবে হিন্দুত্ববাদীদের বৈষম্যের শিকার ভারতীয় মুসলিমরা। কিন্তু তাতেও তাদের মন ভরে না, চাই প্রকাশ্য ঘোষণা যে- মুসলিমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক।

গত বৃহস্পতিবার (২৫/০২/২২) মধুবনি জেলার বিসফি কেন্দ্রের বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বলেছে, “১৯৪৭ সালে যখন আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেছিল, তখন মুসলিম সম্প্রদায়কে আলাদা একটি দেশ দেওয়া হয়েছিল, যা পাকিস্তান নামে পরিচিত। মুসলিমদের সেখানেই যাওয়া উচিত ছিল। আমরা ওদের আমাদের দেশে দেখতে চাই না। ওরা আমাদের দেশের জনসংখ্যা ক্রমশ বাড়াচ্ছে। ভারতকে মুসলিম রাষ্ট্র বানাতে চায় ওরা। মুসলিম নেতাদের একটাই এজেন্ডা বিশ্বের প্রতিটি দেশকে ইসলামিক রাষ্ট্র বানাতে চায় ওরা। আমরা কখনোই তা হতে দেব না। তাই আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেওয়া হোক এবং ওদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকের তকমা দেওয়া হোক।”

ঐ উগ্র সন্ত্রাসী ঠাকুর আরও বলেছে, “মুসলিমরা আমাদের দেশে সংখ্যালঘু হিসেবে বিবেচিত হয়। আমি বলবো যে মুসলিম সম্প্রদায়ের জন্য ব‍্যবহৃত সংখ্যালঘু শব্দটি সংবিধানের উপহাস। ওরা সংখ‍্যালঘু নয়। ওদের জনসংখ্যা ক্রমশ বাড়ছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, আখতারুল ইমাম আগে জানিয়েছিলেন, তিনি এবং (AIMIM)এআইএমআইএম-এর অন‍্যান‍্য সদস‍্যরা কোনও পাবলিক প্ল‍্যাটফর্মে বিশেষ করে বিহার বিধানসভা এবং বিধান পরিষদে ‘বন্দে মাতরম’ গাইবেন না। বন্দেমাতরম গাইতে বা বলতে আপত্তি আছে আমার। বন্দে মাতরমের পরিবর্তে আমি আনন্দের সাথে ‘মাদার-ই-ওয়াতন’ বলব।”

আর ঐ হরিভূষণ ঠাকুর এআইএমআইএম নেতাদের এই মনোভাবকে দেশের অপমান আখ্যা দিয়েছে। এবং স্পিকারকে বলেছে তাঁদের সদস‍্যপদ বাতিল করতে হবে।

কথিত উদার গণতন্ত্র পন্থীরা হিন্দুত্ববাদীদের কথা মতো যতই ভোটাভোটি করুক, নির্বাচনে পাশ করে বিধান সভায় যাক, আর যতই বলুক সকলের সমান অধিকার; কিন্তু ক্ষেত্র বিশেষে তারাও হিন্দুত্ববাদীদের কথা পুরাপুরি না মানলে ক্ষোভের মুখে পড়তে হয়। কেননা তারা ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না, যতক্ষণ না মুসলিমরা তাদের মত অমুসলিম হয়ে যায়।

হকপন্থী আলেমগণ বলেছেন, কোন মুসলিম কখনো ‘বন্দে মাতরম’ এর মতো কুফরী কথা বলতে পারে না। কিন্তু হিন্দুত্ববাদীদের খুশি করতে হলে এমনটাই করতে হবে বলেই আদবি করছে হিন্দুত্ববাদীরা।

তথ্যসূত্র:

১। মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেওয়া হোক,দ্বিতীয় শ্রেণীর নাগরিকের তকমা দেওয়া হোক, সরকারের কাছে দাবি BJP বিধায়কের
https://tinyurl.com/2p8bvfcd

১টি মন্তব্য

  1. মুসলিমদের প্রতি মালাউন হিন্দুদের বিদ্বেষ দিন দিন বেড়েই চলেছে। ওদের এই বিদ্বেষ যেন গযওয়াতুল হিন্দেরই পূর্বাভাস। তাই মুসলিমদের ও এখন ঘুমিয়ে থাকলে চলবে না।ওদের উচিৎ শাস্তি দেওয়ার দেওয়ার জন্য এখন থেকেই মুসলিমদেরকে মানসিক এবং শারিরীকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে।
    ইনশাআল্লাহ ওদের নারিরা আমাদের বাদি এবং ওদের সম্পদ আমাদের গনিমত হিসেবে লাভ হবে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকোয়েটায় পাক-তালিবানের হামলায় ৩ পুলিশ সদস্য নিহত
পরবর্তী নিবন্ধমোগাদিশুতে মুজাহিদদের হামলায় ৪ ক্রুসেডার সহ ১৯ সেনা হতাহত