ভারতে মুসলিমদের ভাগ্যে দুর্যোগের ঘনঘটা দিন দিন গভীর থেকে গভীর হচ্ছে।
সম্প্রতি উত্তরপ্রদেশের লখনৌতে একটি শপিংমলে নামাজ আদায়ের কারণে গ্রেফতার করা হয়েছিল ৪ জন মুসলিম যুবককে। এমন ঘটনা আবারো পুনরাবৃত্তি ঘটছে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে। সেখানে সাপ্তাহিক বাজারের খোলা মাঠে নামাজ আদায়ের কারণে গ্রেফতার করা হয়েছে ৮ জন মুসলিম যুবককে।
হিন্দুত্ববাদী ভারতীয় পুলিশ সুপার স্বাধীন কুমার বিষয়টি নিশ্চিত করে বলেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিজাম (২২), নাসিম (৫২), সাজ্জাদ আহমদ (৫০), মুরসালিন (৩৮), আশরাফ (৪৮), আসগর (৩৭), মুস্তফা (৩৫) এবং ইকরাম (৪৭) কে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, ঐদিন তারা মাগরিবের নামাজ আদায় করছিলেন। উক্ত সময় তাদের ভারতীয় ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় (যেকোনো অপরাধ করার জন্য পরিকল্পনা) গ্রেপ্তার করা হয়েছে।
হিন্দুত্ববাদী ভারত দীর্ঘদিন নিজেদেরকে তথাকথিত ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রের আড়ালে লুকিয়ে মুসলিমদের গণহারে হত্যা করে হিন্দুত্ববাদী রাম রাজত্ব প্রতিষ্ঠার সকল নকশা বাস্তবায়ন করেছে, আর এখন তারা নিজেদের আসল রূপেই আবির্ভূত হয়েছে। এজন্যই তারা নামাজ, কোরবানি ও ইসলামি বিধি নিষেধের উপর জারি করছে নিষেধাজ্ঞা।
গণহত্যার উপর আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ইতিপূর্বেই ভারতে মুসলিমদের উপর আসন্ন গণহত্যা সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে। এছাড়াও অচিরেই ভারতের মুসলিমরা পূর্ব-তুর্কিস্তানের উইঘুর জাতীর ভাগ্য বরণ করতে যাচ্ছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ।
এরপরও তথাকথিত সুশীল ও মানবাধিকার সংস্থা বা জাতিসংঘ এ ঘটনায় চুপ। যদিও কথিত জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর ইসলাম ও মুসলিম বিরোধী কার্যক্রম সম্পর্কে সবারই জানা। তবু এখনও কিছু কিছু মুসলিম জাতিসংঘের সমাধানের উপর নির্ভর করে বসে আছে; তাদেরকে দিবাস্বপ্ন ছেড়ে নিজেদের রক্ষায় প্রস্তুত হতে বলেছেন ইসলামি চিন্তাবীদগণ।
তথ্যসূত্র:
——–
1. Haridwar: Eight Arrested for Offering ‘Namaz’ in Public-
– https://tinyurl.com/2p9bxemc
মাশাআল্লাহ, আমি আজ পর্যন্ত এরকম দ্বিতীয় কোন খবরের পত্রিকা দেখিনি। কেননা আপনারা বিশ্বজুড়ে মজলুমদের আর্তনাদ বাঙালির কাছে পোঁছে দেন এবং বিভিন্ন স্থানে মুজাহিদদের বিজয় খবর শুনিয়ে আমাদের অন্তর শিথিল করেন। এজন্য আপনাদের লাখোবার ধন্যবাদ/শুভকামনা জানালেও হয়তোবা কম হবে। এভাবেই প্রতিনিয়ত আমাদেরকে পুরো বিশ্বের মজলুমদের আর্তনাদ এবং মুজাহিদদের বিজয় খবর শুনিয়ে বাঙালি মুসলমানদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলার কাজে আরো ভালো ও উত্তমরূপে এগিয়ে যান এই দোয়া করি। আল্লাহ আপনাদের সকল নেক/ভালো নিয়ত/পরিকল্পনা ও ইচ্ছাকে সর্বদা যেন কবুল করেন এবং আমরা যেন বিশ্ব মজলুমদের সাহায্যে যথাসাধ্য এগিয়ে আসতে পারি।