এবার ইডেন কলেজ ছাত্রীদের নির্যাতনের ও অশালীন ভিডিও করে ফাঁসের হুমকি ছাত্রলীগ নেত্রীর

ইউসুফ আল-হাসান

2
894

গত (১৯ আগস্ট ) ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ার কারণে কক্ষে এসে ছাত্রীদের বের করে দেওয়া নিয়ে হল প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়েছিল রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রীভা। তখন ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করার অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

ছড়িয়ে পড়া সেই অডিওর কথাগুলো নিজের বলে স্বীকার করে ক্ষমাও চেয়েছিল সে। ক্ষমা চেয়ে সে বলেছিল, ‘ইডেন কলেজ ছাত্রলীগের প্রতিটি কর্মীর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। এরা আমার পরিবারের সদস্য ছাড়া অন্য কিছু নয়। একান্ত ব্যক্তিগত পরিবেশে হলেও দায়িত্বশীল জায়গা থেকে অসংযত ভাষার প্রয়োগ আমার অপরাধ হয়েছে বলে আমি স্বীকার করছি। বাংলাদেশ ছাত্রলীগ আমাকে এমন শিক্ষা দেয় না, তাই সংগঠনের প্রতি আমি ক্ষমাপ্রার্থী।’

আর ছাত্রলীগ নামক সন্ত্রাসীরা মিথ্যার আশ্রয় নিয়ে ধোকা দেয়া নতুন কিছু নয়। ক্ষমা চাওয়ায় কলেজ থেকে ক্ষমা পাওয়ার পরপরই আরও বেপরোয়া হয়ে উঠে এই নেত্রী।

সেই অডিও ফাঁসের ঘটনাড় পর ফের সন্ত্রাসী কাজে জড়িয়েছে এ নেত্রী। এবার দুই ছাত্রীকে ৭ ঘণ্টা আটকে রেখে নির্যাতন এবং নগ্ন করে ভিডিও ধারণ করেছে সে। আর এই ভিডিও এখন ভাইরাল করে ছাত্রীদের সর্বনাশ করার হুমকি দিচ্ছে সে।

ভুক্তভোগী ছাত্রীরা জানিয়েছেন, সেই অডিও ফাঁস হওয়ায় ক্ষুব্ধ হয়ে রিভা মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজিয়া হলের ২০২ নাম্বার কক্ষ থেকে বঙ্গমাতা হলের ১১০৭ নাম্বার রুমে নিয়ে যায় দুই ছাত্রীকে। বিকেল ৫.৩০টা পর্যন্ত সেখানে দুজনকে আটকে রেখে কে অডিও ফাস করেছে এর স্বীকারোক্তি চায় সে। খবর পেয়ে ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য ও রাজিয়া হলের প্রাধ্যক্ষ প্রাধ্যক্ষ নারগিস রুমা গিয়ে দুজনকে উদ্ধার করে অফিসে নিয়ে আসে।

এভাবে আর কতদিন এ দেশের ছেলেমেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে সন্ত্রাসীলীগ। আর কতজন ছাত্রীর গায়ের কাপড় খোলে নিলে, কতজন আবরার ফাহাদ খুন হলে আমাদের বিবেক জেগে উঠবে?



তথ্যসূত্র:
——-
১। ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ফের গুরুতর অভিযোগ-
https://tinyurl.com/5depa2mr

2 মন্তব্যসমূহ

  1. ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে হত্যা করান এসপি বাবুল আক্তার.

    স্ত্রী মিতু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সাবেক বরখাস্তকৃত এসপি বাবুল আক্তার। বাবুল আক্তার কক্সবাজারে কর্মরত থাকা অবস্থায় বিদেশি এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। এ কারণে বাবুল আক্তার তার স্ত্রী মাহমুদা খানম মিতুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিন লাখ টাকায় ‘খুনি’ ভাড়া করে স্ত্রীকে খুন করান।🌐🌐🌐🌐🌐

    নিজেকে আড়ালে রাখতে প্রচার করেন- জঙ্গিরাই মিতুকে খুন করেছে। 🌐🌐🌐

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুসলিমদের বিরুদ্ধে এবার হিন্দুদের “অক্ষম” করে দেওয়ার হাস্যকর অভিযোগ এক উগ্র হিন্দুর
পরবর্তী নিবন্ধসামরিক প্রশিক্ষণের দুর্দান্ত ভিডিও-ফুটেজ নিয়ে নির্মিত “আল-মুয়িদ্দুন লিল-ক্বিতাল” এর নতুন পর্ব প্রকাশ