রোহিঙ্গা মুসলিম নির্যাতন | আরাকানে নিখোঁজ ৪, গ্রেফতার ৩৭ মুসলিম

মুহাম্মাদ ইব্রাহীম

0
708

আরাকানে যুদ্ধ পরিস্তিতির ভয়াবহতার মধ্যেও থেমে নেই রোহিঙ্গা মুসলিমদের ওপর সামরিক আগ্রাসন। গত ২৯ সেপ্টেম্বর মিয়ানমার সামরিক বাহিনী ৪ জন রোহিঙ্গা টেক্সি ড্রাইভারকে গুম করে হত্যা করেছে।

জানা যায়, ঐদিন দুপুরের দিকে সামরিক জান্তারা ৪ জন রোহিঙ্গা ড্রাইভারকে জোরপূর্বক বাধ্য করে সেনাদের একটি সামরিক চৌকিতে পৌঁছে দেয়ার জন্য। সেনাদের সেখানে পৌঁছে দিতে গিয়ে আর ফিরে আসেনি রোহিঙ্গা ড্রাইভাররা। পারিবারিক সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত তারা ফিরে আসেনি এবং তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে। ধারণা করা হচ্ছে তাদেরকে হত্যা করা হয়ে থাকতে পারে।

অন্যদিকে জান্তা বাহিনী ইয়াঙ্গুন থেকে নতুন করে আরও ৩৭ জন রোহিঙ্গা মুসলিমকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে নারী-শিশু রয়েছে। বর্তমানে তাদের সবাইকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

যুগ যুগ ধরে নিপিড়নের শিকার মাজলুম রোহিঙ্গা মুসলিমদের উদ্ধারে তাই মুসলিম জাতিকে তাদের সর্বাগ্রে সাহায্য করার আহ্বান জানিয়েছেন হকপন্থী আলেম-উলামাগণ।



তথ্যসূত্র:
——–
1. 4 Rohingya Missing-
https://tinyurl.com/mswttdpj
2. 37 Rohingya got arrested by the junta Nawaday checkpoint Kann Ma – Yangon road today
https://tinyurl.com/hehx8jkp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || সিরিয়ায় নুসাইরি ও রাশিয়ান বাহিনীর উপর শতাধিক হামলা আনসার আল-ইসলামের
পরবর্তী নিবন্ধবুরকিনা ফাঁসোতে মুজাহিদদের অসাধারণ হামলা: ৫০ এর বেশি সৈন্য হতাহত