স্কুলে অভিযান ইসরাইলি সেনাদের : ভয়ে এক শিশুর মৃত্যু

ইউসুফ আল-হাসান

0
482

সন্ত্রাসী ইসরাইলি বাহিনীর তাড়া খেয়ে ৭ বছর বয়সী রায়ান নামে এক ফিলিস্তিনি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে শিশুটির পরিবার ও তার সহপাঠীরা। গত ২৯ সেপ্টেম্বর ফিলিস্তিনের পশ্চিম তীরেরে বেথেলহামের একটি স্কুলে এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রনালয় নিশ্চিত করেছে যে, ইসরাইলি দখলদার সৈন্যরা তাড়া করার সময় ভয়ে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে মারা যায় সে। রায়ান মারা যাবার আগে তার স্কুলে দখলদার বাহিনী হামলা চালিয়ে টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং গ্রেফতার অভিযান চালায়। এ ঘটনায় অসংখ্য ছাত্রকে ভয়ে ভীত হয়ে কান্নাকাটি করতে দেখা যায়।

রায়ানের মৃত্যুর একদিন আগে জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে চার ফিলিস্তিনি যুবককে হত্যা করেছিল সন্ত্রাসী ইসরাইল। সাম্প্রতিক ফিলিস্তিনিদের ওপর গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতন চালাচ্ছে ইসরাইল। চলতি বছর এখন পর্যন্ত শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইলিরা।



তথ্যসূত্র:
——-
1. 7-year-old Palestinian boy dies while being chased by Israeli soldiers in Bethlehem
https://tinyurl.com/45dy2t88

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশেখ মুজিবকে কটুক্তি করায় ৭ বছরের কারাদন্ড : নবীজির (ﷺ) অবমাননায় নীরব কেন?
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট || সদ্য বিজিত অঞ্চলগুলিতে খাদ্য সামগ্রী বিতরণ করছে আশ-শাবাব