৪ বছরে ২৮ হাজার উইঘুর আলেম-উলামাদের গুম ও খুন করেছে দখলদার চীন

ওবায়দুল ইসলাম

1
726

উইঘুর মুসলিমদের বিরুদ্ধে চলমান গণহত্যার অংশ হিসেবে উইঘুর আলেম-উলামাদের গুম ও খুন করছে দখলদার চীনা প্রশাসন। উইঘুর বুদ্ধিজীবী ও ভাষাবিদ আব্দুওয়েলি আইয়ুপের সরবরাহ করা তথ্যমতে ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে প্রায় ২৮ হাজার উইঘুর ইমাম, আলেম, দাঈ ও বিভিন্ন মুসলিম বিজ্ঞানীদের আটক, গুম ও খুন করেছে দখলদার চীনা প্রশাসন।

উইঘুর বুদ্ধিজীবীরা বলছেন, উইঘুর মুসলিমদের পঙ্গু করতেই মূলত এমন কৌশল ব্যবহার করছে তারা।

ইতোমধ্যেই উইঘুর মুসলিম শিশুদেরকে তাদের বাবা-মা থেকে আলাদা করে বিশেষ স্কুলে আটক রেখে তাদের উপর জোরপূর্বক চীনা সংস্কৃতি চাপিয়ে দিচ্ছে দখলদার প্রশাসন। এমনকি উইঘুর শিশুরা যেন উইঘুর ভাষা শিখতে না পারে, সেজন্য জোর করে চীনা ভাষাও শিক্ষা দিচ্ছে তারা।

বিজ্ঞানের দিক থেকেও যেন উইঘুর মুসলিমরা পিছিয়ে থাকে, সেজন্যেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে চীনা প্রশাসন। বিভিন্ন উইঘুর বিজ্ঞানী ও বিজ্ঞানের শিক্ষার্থীদের গুম ও খুন করে বিজ্ঞানের আলো থেকেও মুসলিমদের বঞ্চিত করছে তারা।

এছাড়াও উইঘুর মুসলিমরা যেন ইসলামের আলো থেকেও বঞ্চিত থাকে, সেজন্যেও উইঘুর ইমাম, আলেম-উলামা এবং মুসলিম দাঈ’দের আটক করছে দখলদার চীনারা।

মোট কথা উইঘুর মুসলিমদের চারিদিক থেকেই আক্রমণ করছে দখলদার চীনারা। তাই উলামাগণ বলছেন যে, এই সংকটময় পরিস্থিতিতে কথিত বিশ্ব শান্তি রক্ষার দাবিদার ‘জাতিসংঘের’ দিকে না তাকিয়ে বরং উইঘুর মুসলিমদের উচিত নিজেদের অধিকার আদায় ও ভূমি দখলদারমুক্ত করার জন্য নিজেরাই লড়াই করা।



তথ্যসূত্র:
——–
1. At least 28,000 imams, scholars……
https://tinyurl.com/247bw9m8
2.
Uyghur Imams Detained by Chinese Authorities Between 2014-2018 (update on May 31. 2020)
https://tinyurl.com/2frvjn6w

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঝাড়খণ্ডে মসজিদে ঢুকে ৩ উগ্র হিন্দুর প্রস্রাবকাণ্ড : হিন্দুত্ববাদীদের সীমাহীন ধৃষ্টতার বহিঃপ্রকাশ
পরবর্তী নিবন্ধকসাই মোদীর গুজরাটে নয়জন মুসলিমকে জনসম্মুখে বেত্রাঘাত: উগ্র হিন্দু জনতার উল্লাস