বাবরি মসজিদ ধ্বংসকারীদের জন্য আরবের ভূমিতে স্থাপিত হলো মন্দির

ইউসুফ আল-হাসান

0
846

মুসলিমদের চিরশত্রু ইহুদি ও মুশরিক হিন্দুদের সাথে দালাল আরব শাসকগোষ্ঠীর সম্পর্ক নতুন কিছু নয়। মুসলিম ভূমি দখলকারী অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি ও সমর্থন দিয়ে ফিলিস্তিনি মুসলিমদের পিঠে ছুরি চালনাকারী সংযুক্ত আরব আমিরাত আজ ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস ও মুসলিমদের হত্যাকারী হিন্দুদের জন্য নির্মাণ করেছে মন্দির।

জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভারতীয় হিন্দুত্ববাদীদের জন্য নতুন একটি মন্দির আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেয়া হয়েছে। গত মঙ্গলবার (০৪ অক্টোবর) মন্দিরটির উদ্বোধন করা হয়েছে। এ সময় একটি আগুন জ্বালিয়ে নতুন মন্দিরটি উদ্বোধন করে সংযুক্ত আরব আমিরাতের সহনশীলতা ও সহাবস্থানমন্ত্রী শেখ নাহিয়ান বিন মুবারক আল-নাহিয়ান।

এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আমিরাতের রাজধানী আবুধাবিতে মন্দিরের ভিত্তিস্থাপন করেছিল কুখ্যাত নরেন্দ্র মোদি।

দালাল আমিরাতি শাসকগোষ্ঠী হিন্দুদের জন্য শুধু মন্দির স্থাপনই নয় এর আগে ভারতের সংবিধানে কাশ্মীরকে বিশেষ স্বায়ত্বশাসিত এলাকার মর্যাদা দেওয়া ধারা বাতিলের সময় ভারতকে সমর্থন করেছিল দেশটি। ফিলিস্তিনি মুসলিমদের সঙ্গে গাদ্দারি করা আমিরাত এখন ভারতের মুসলিমদের সঙ্গেও শুরু করেছে গাদ্দারি। অন্যদিকে ইয়েমেনে প্রতিদিনই মুসলিমদের রক্তে রঞ্জিত হচ্ছে আমিরাতি ও সৌদি শাসকদের হাত।

ইসলামি গবেষকরা বলছেন এসব শাসকরা মূলত ইসলাম ও মুসলিমদের কল্যাণকামী না, বরং মুখোশধারী শত্রু। ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধের প্রয়োজনেই তাদের বিরুদ্ধে অবস্থান নেয়া প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।



তথ্যসূত্র:
——–
1. First purpose-built Hindu temple opens doors in UAE
https://tinyurl.com/4kh52ybx
2. ভিডিও লিংক
https://tinyurl.com/3d7srdc2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউগ্র হিন্দু রাষ্ট্র নির্মাণের ধারণাটি গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে: আরএসএস প্রধান ভাগবত
পরবর্তী নিবন্ধগণহত্যার প্রস্তুতি || “ভবিষ্যতে অস্ত্রের প্রয়োজন হবে”- বিজেপি নেতা সঙ্গীত সোম