বেঙ্গালুরু বিস্ফোরণ এর মিথ্যা মামলার দুই অভিযুক্ত নাজির এবং শরাফুদ্দিন সহ পাঁচজন মুসলিম ব্যক্তি অপর একটি মামলা থেকে খালাস পেয়েছেন। বিস্ফোরক পদার্থের অবৈধ মালিকানা সংক্রান্ত মামলা থেকে ভারতের জাতীয় তদন্ত সংস্থার কোচি বিশেষ আদালত উনাদেরকে খালাস দেয়।
বিশেষ জজ কে. কমানিস উল্লেখ করেছেন যে, অভিযুক্ত ব্যক্তিদের ব্যাপারে কোনও প্রমাণ নেই যা থেকে বুঝে আসবে যে, অভিযুক্ত ব্যক্তিরা বিস্ফোরক সামগ্রীর সাথে সম্পৃক্ত ছিলেন।
এই মিথ্যে মামলায় হিন্দুত্ববাদী পুলিশ যে বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছে তা অভিযুক্ত মুসলিম ব্যক্তিদের কারও মালিকানায় ছিল তার কোনও প্রমাণ ছিল না। এমনকি অভিযুক্ত মুসলিম ব্যক্তিদের কাছে বিস্ফোরক দ্রব্য ছিল বলে যুক্তি প্রমাণ করার জন্য কোনো রেকর্ডও পাওয়া যায়নি।
একদিকে মুসলিমদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে বছরের পর বছর হয়রানি করছে উগ্র হিন্দুত্ববাদীরা। অন্যদিকে, সব প্রমাণিত হওয়ার পরও মুসলিম নারী বিলকিছ বানুর ধর্ষক ও তার ১৪ জন আত্মীয়ের খুনী ১১ হিন্দু সন্ত্রাসীকে ক্ষমা করে দিয়েছে।
তথ্যসূত্র:
——-
1. Kerala: Five Muslim men discharged by NIA court in explosive seizure case after 13 years
–https://tinyurl.com/4tn6r2bx