কাশ্মীরে হিন্দুত্ববাদ || মুসলিম সমাজ ধ্বংস করতে কাশ্মীরে মদ বিক্রির অনুমোদন

ওবায়দুল ইসলাম

0
620

হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন সম্প্রতি কাশ্মীরের দোকানগুলোতে মদ বিক্রির অনুমোদন আদেশ জারি করেছে। ক্রেতাদেরকে নিম্নমানের মদ পান থেকে বিরত রাখতে এবং ভালো ও উচ্চ মানের মদ পানে আগ্রহী করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে দখলদার প্রশাসন।

কুলাংগার আবগারি কমিশনার পংকজ কুমার শর্মার দাবি, নিম্নমানের মদ পানের কারণে তাদের স্বাস্থ্যের চরম ক্ষতি হচ্ছে। তাই কাশ্মীরের দোকানগুলোতে মদ বিক্রি উৎসাহিত করতে এ আদেশ জারি করা হয়েছে।

এদিকে, এই আদেশ জারির পর থেকেই কাশ্মীরের বিভিন্ন জায়গায় আন্দোলন করছে সাধারণ মুসলিমরা। তারা বলছেন যে, কাশ্মীর একটি মুসলিম ভূখণ্ড। এখানে মদ বিক্রি ও পান করা সরাসরি আমাদের ইসলামী বিশ্বাসের সাথে সাংঘার্ষিক।

প্রতিবাদকারীরা আরও বলেন, একদিকে হিন্দুত্ববাদী প্রশাসন নেশামুক্ত ভারত গড়ার স্বপ্ন দেখায়। তারাই আবার আদেশ জারি করে মদ বিক্রির অনুমোদন দেয়। ভারতের অনেক রাজ্যে মদপান নিষিদ্ধ হলে, কাশ্মীরে কেন সেটা করা যাবে না, বিক্ষোভকারীদের প্রশ্ন।

ভারত সংবিধানের ৪৭ তম অনুচ্ছেদ অনুযায়ী মদ ভারতে নিষিদ্ধ। এ বিধান অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্যেও মদপান নিষিদ্ধ আছে। তা সত্ত্বেও দখলদার প্রশাসন জম্মু ও কাশ্মীরে মদ বিক্রির অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে।

ইতিহাস সাক্ষী, যে সমাজে মদের বিস্তার ঘটেছে সেই সমাজই ধ্বংস হয়ে গেছে। মদের সুবাদে পুরো সমাজে অনৈতিকতা, সহিংসতা, দুর্নীতি, অস্থিরতা, অপরাধ ও পতিতাবৃত্তি ছড়িয়ে পড়ে। আর এতে বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হয় ধর্মপ্রাণ মুসলিমগণ। আর ঠিক এই উদ্দেশ্য সামনে রেখেই মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরে মদ বিক্রির অনুমোদন দিয়েছে দখলদার প্রশাসন।

দখলদার ভারতীয় প্রশাসনের কার্যক্রম থেকে এটা স্পষ্ট যে, তারা মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে ও মুসলিম তরুণদের নৈতিকতা ধ্বংস করতে চায়। তাই কাশ্মীরি মুসলিমদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম ও ইসলামী চেতনা থেকে দূরে সরিয়ে রাখতে এই হিন্দুত্ববাদী কুট কৌশল বেছে নিয়েছে তারা।



তথ্যসূত্রঃ
———
1. Alcohol may devastate Jammu Kashmir beyond recognition
https://tinyurl.com/4pj73zje
2. Resentment runs high against sale of liquor at J&K departmental stores
https://tinyurl.com/2p82rts5
3. Muslim Body Condemns Govt’s Decision To Allow Sale Of Beer At Departmental Stores In J&K
https://tinyurl.com/45s5rvb8
4. Protests continued in Kashmir on Monday against the JK admin’s order allowing the sale of beer in departmental stores….
https://tinyurl.com/47vmbnkw
5. All Liquor Licences Issued To Domiciles Of J&K: Excise Commissioner
https://tinyurl.com/27xmp5bc
6. Big protest in Kashmir against Alcohol shops Order ll two leader Arrested
https://tinyurl.com/yanyba47

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধটিআইপি কর্তৃক উইঘুর মুসলিমদের উপর সন্ত্রাসী চীনের নির্যাতনের ভিডিও প্রকাশ
পরবর্তী নিবন্ধইতিহাস বদলে দিতে ইসলামী স্থাপনাগুলো ধ্বংস করতে চায় সন্ত্রাসী মায়ানমার