আন্তর্জাতিক সংস্থা ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) এর সহায়তায় কান্দাহার প্রদেশের ৩৯ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করেছে তালিবান প্রশাসন।
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কৃষি ও প্রাণিসম্পদ বিভাগের প্রাদেশিক প্রধান মৌলভী মাহমুদ মাজলুম (হাফি.) বলেন, কৃষকদের মাঝে গমের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা শুরু হয়েছে।
এই প্রক্রিয়া ইমারাতে ইসলামিয়ার অন্যান্য প্রদেশগুলোতেও চলমান রয়েছে বলে জানা গেছে। দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত করতে এবং খাদ্য সামগ্রীর ঘাটতি মেটাতে এই প্রকল্প বড় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
দখলদার আমেরিকাকে পরাজিত করে দেশে শরিয়াহ শাসন কায়েম করেন তালিবান প্রশাসন। এরপর থেকে শরিয়াহ শাসনের বারাকাহ পেতে থাকে যুদ্ধ বিদ্ধস্ত দেশটির সর্বস্তরের জনগণ।
গত হজ্জ মৌসুমে হাজীদের জমা দেয়া টাকা বেচে যাওয়ায় সেটা পুনরায় সকল হাজিদের মাঝে সমভাবে বিতরণ করেছে তালিবান প্রশাসন। এমন সততার দৃষ্টান্ত আজ পৃথিবীতে বিরল।