ইতালির প্রধানমন্ত্রী হতে যাচ্ছে কট্টর ডানপন্থী ‘ব্রাদার্স অব ইতালি’ পার্টির নেতা জর্জিয়া মেলোনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত সে ইতালির সবচেয়ে কট্টর সরকার প্রধান হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ইতোমধ্যে তার দলের উগ্র নেতা-কর্মীরা তাদের এজেন্ডা সমূহ প্রকাশ্যে ঘোষণা করেছে। ডকুমেন্টিং অপ্রেশন এগেইন্সট মুসলিম এর সূত্র মতে, ইতালির উম্ব্রিয়াতে একটি নতুন মসজিদ নির্মাণে বাঁধা প্রদান করেছে দলটির নেতা কর্মীরা।
দলটির ইসলাম বিদ্বেষী নেতা-কর্মীরা বলছে, “নাগরিক নিরাপত্তা আইন না হওয়া পর্যন্ত ইতালিতে নতুন মসজিদ নির্মাণ করা যাবে না। এসব মসজিদ নির্মাণের বেশিরভাগ ফান্ডিং হয় মৌলবাদী দেশ কাতার ও সৌদি আরব থেকে।
“সেসব দেশে ধর্ম ত্যাগের শাস্তি মৃত্যুদণ্ড, সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড, ব্যাভিচারের শাস্তি পাথর মেরে মৃত্যুদণ্ড, নারীদের কোন অধিকার নেই সেখানে। তাই ইতালিতে মসজিদে এসব মৌলবাদী উপদেশ প্রদান করা হোক আমারা তা চাই না।
“এখানে ইমামদের অবশ্যই নিবন্ধিত হতে হবে। মসজিদে আরবি ভাষায় কোন খুতবা দেয়া যাবে না। আমাদের অফিসিয়াল ভাষায় খুতবা দিতে হবে যেন সবাই বুঝতে পারে কী বলা হচ্ছে।”
নতুন কট্টর ডানপন্থী এই সরকারের মুসলিম-বিরোধী মনোভাবের পাশাপাশি কঠোর অভিবাসন নীতিমালার পক্ষপাতী বলেও মনে করেন অনেকে। মেলোনি ইতোমধ্যেই একাধিকবার ইতালিতে মুসলিম অভিবাসীদের আগমনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। চাকরি নিয়ে শঙ্কার পাশাপাশি মুসলিম হবার কারণেও সরকারের বিরাগভাজন হতে পারেন মুসলিমরা।
তথ্যসূত্র:
——–
1.
– https://tinyurl.com/2s3ze4at