ভারতের উত্তর প্রদেশে অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন ১৩ বছরের এক মুসলিম কিশোরী। অসহায় সেই কিশোরীকে সাহায্য করার পরিবর্তে উপস্থিত উগ্র হিন্দু জনতা ব্যস্ত ছিল ভিডিও করায়।
গত ২৩ অক্টোবর রবিবার কনৌজের এক সরকারি অতিথিশালার সামনে রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ঐ কিশোরীর আর্তনাদ শুনেও আশপাশের বর্বর হিন্দুরা তাকে সাহায্য করেনি। বরং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে, ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতে ব্যস্ত হয়ে পড়ে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, অসহায় সেই কিশোরী বার বার হাত বাড়িয়ে দিলেও কেউ তাকে সাহায্য করেনি। তাকে উঠে দাঁড়াতে হাত বাড়িয়ে দেয়নি। পুলিশ আসা পর্যন্ত কেউ তাকে কোন সাহায্য করেনি।
এদিকে, ঘটনাস্থলের নিকটবর্তী এক সিসিটিভির ফুটেজ থেকে দেখা গেছে, ওই কিশোরীর হাতে ধরে এক ব্যক্তি হাঁটছে। তবে ওই ব্যক্তিকে এখনো শনাক্ত করতে পারেনি ইউপি পুলিশ।
তথ্যসূত্র
——-
1. After Teen UP Girl Found Bleeding And Bruised, What CCTV Shows
– https://tinyurl.com/24cjma2b
2. UP: Bleeding girl begs for help, crowd films until policeman rescues her
– https://tinyurl.com/2p8f6nwm
3. video link:
– https://tinyurl.com/2v3xhbxw