সিরিয়ায় হিজাব নিষিদ্ধ করলো আমেরিকার দালাল এসডিএফ; মুসলিমদের বিক্ষোভ

1
769
ফাইল ফটো

সন্ত্রাসী আমেরিকা সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) তাদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে মুসলিম ছাত্রীদের নিকাব পরিধানে নিষেধাজ্ঞা জারি করেছে। এতে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের মুসলিমগণ বড় ধরনের বিক্ষোভ করেছেন, খবর মিডল ইস্ট মনিটরের।

জানা যায়, মূলত স্কুল চলাকালীন সময়ে নিকাব নিষিদ্ধ করেছে এসডিএফ। আল্লাহ তা’আলার বিধান বিরোধী এমন সিদ্ধান্তে ২৫ অক্টোবর রাস্তায় নেমে আসেন এসডিএফ নিয়ন্ত্রিত প্রায় সকল এলাকার মুসলিমগণ। শেষ খবর পাওয়া পর্যন্ত, স্কুলে নিকাব নিষেধাজ্ঞা এখনো উঠিয়ে নেয়নি এসডিএফ।

নিকাব নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার পাশাপাশি বিক্ষোভকারী মুসলিমগণ আরও কিছু দাবি জানিয়েছেন। অবৈধভাবে গ্রেপ্তারকৃতদের ছেড়ে দেয়া, শিক্ষক ও শ্রমিকদের বেতন বৃদ্ধি, এবং বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণের দাবিও জানিয়েছেন তারা।

এ থেকে প্রতীয়মান হয় যে, জনগণ এসডিএফ এর উপর সন্তুষ্ট নয়। তাদের জুলুম, অব্যবস্থাপনা এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড মুসলিমদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে।

আমেরিকা সমর্থিত এসডিএফ হচ্ছে সেক্যুলারিজমের পৃষ্ঠপোষক। জালেম আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করলেও তারা আসলে মানব রচিত বিধানই কায়েম করতে চায়। এরা মূলত আমেরিকার ক্রীড়নক। এরা সবসময় বাকস্বাধীনতা ও নারী স্বাধীনতার কথা বলে, কিন্তু মুসলিমদের বিধান ও পোশাক আশাকে হস্তক্ষেপ করে।

এখানে লক্ষ্যণীয়, একজন মুসলিম মহিলা নিজের পছন্দের কারণে নিকাব বা হিজাব পরিধান করেন না। বরং আল্লাহ তা’আলার বিধানকে অবশ্য পালনীয় মনে করেন বিধায় তারা নিকাব বা হিজাব পরিধান করেন। আর আমেরিকা ও তার দালালরা মূলত আল্লাহ তা’আলার বিধানকেই বিলুপ্ত করতে চায়।

তথ্যসূত্র:

——

  1. Syria: Mass protest against niqab ban imposed by SDF – https://tinyurl.com/2bbzuvn6

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার নেপালে মসজিদে হামলা করলো হিন্দুরা, লাগালো গেরুয়া পতাকা
পরবর্তী নিবন্ধ১৮ বছর গুয়ান্তানামোতে বন্দী থাকার পর প্রমাণ হলো তিনি নির্দোষ!