উত্তরপ্রদেশে ৪৪টি মুসলিম পরিবারকে এবার বাড়িঘর খালি করার নির্দেশ

উসামা মাহমুদ

0
577

উত্তরপ্রদেশের কুশিনগর জেলার নুতন হারদো গ্রামে ৪৪টি মুসলিম পরিবারকে তাদের বাড়িঘর খালি করতে বলা হয়েছে৷ প্রশাসনের দাবি- বাড়িগুলি “অধিগ্রহণকৃত জমিতে” তৈরি করা হয়েছে।

উত্তরপ্রদেশ সরকার কুশিনগরের পাদরাউনা তহসিলের নুতন হারদো গ্রামের ৪৭টি পরিবারকে উচ্ছেদের নোটিশ পাঠিয়েছে, যার মধ্যে ৪৪ জনই মুসলিম।

স্থানীয়দের অভিযোগ, ২৫ ডিসেম্বর লেখপাল (রাজস্ব কর্মকর্তা) তাদের গ্রামে এসে নোটিশ দেওয়ার সময় গ্রামবাসীদের কয়েকটি বাড়ি ও দোকান ভাঙচুর করে।

নুতন হারদো গ্রামের ৬০ বছর বয়সী সায়িদা বানো টু-সার্কেলস-ডট-নেটকে বলেন যে, তার পরিবার কয়েক প্রজন্ম ধরে গ্রামে বসবাস করছে এবং তবুও তাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে।

কেন তাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে জানতে চাইলে সায়িদা বলেন, “আমরা মুসলিম এবং সে কারণেই আমাদের এই উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে।” সাইদা বলেন, বয়স্ক ব্যক্তিসহ আরও অনেককে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। “এই ঠান্ডায় আমরা কোথায় যাব? আমাদের অন্য কোন জায়গা নেই।”

অন্য একজন মহিলা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক থাকার অনুরোধ করেছিলেন, টু-সার্কেলস-ডট-নেটকে বলেছেন যে, তাদের ছয় দিনের মধ্যে তাদের বাড়ি খালি করতে বলা হয়েছে অন্যথায় কঠিন ফলাফলের মুখোমুখি হতে হবে।

“পুলিশের সাথে কিছু গ্রামবাসী হিন্দু আমাদের বাড়িঘর ও দোকান ভাংচুর করে এবং লুটপাটও করে। পুলিশ হিন্দুদের দখলে থাকা নিকটতম বসতিতে যায়নি, এবং তাদের বাড়িঘর ভাঙা হয়নি বা তাদের দোকান লুট করা হয়নি।”

বিজ্ঞপ্তিতে প্রশাসন দাবি করে, যাদের স্থানান্তর করতে বলা হয়েছে তারা দখলকৃত জমিতে বসবাস করছেন।
তারা জানায়, “আদালতের গৃহীত আদেশের সাথে সম্মতিতে, সমস্ত মুস্লিমদের তাদের নিজ নিজ বাড়িতে রাখা সামগ্রী অবিলম্বে স্থানান্তর করার জন্য অবহিত করা হচ্ছে। অ-সম্মতির ক্ষেত্রে, আপনি আগ্রাসী পদক্ষেপের জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকবেন।

ইন্ডিয়া টুমরো-এর এক প্রতিবেদনে বলা হয়েছে- গ্রামবাসীদের দাবি, যে বাড়িঘর ও দোকান ভাঙচুর করা হয়েছে সেগুলো মুসলমানদের মালিকানাধীন। “অন্যান্য জনবসতিতেও এরকম ৫০০-র বেশি বাড়ি রয়েছে। অথচ, নোটিশটি শুধুমাত্র মুসলিম বাড়িগুলি পেয়েছে।”

যেসব পরিবারকে নোটিশ দেওয়া হয়েছে তাদের অধিকাংশই দরিদ্র এবং দৈনিক মজুরি শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করেন।



তথ্যসূত্রঃ
——–
1. Uttar Pradesh: 44 Muslim families asked to vacate homes in Kushinagar village ( Two Circles )
https://tinyurl.com/2yty4pyw
2. Uttar Pradesh: 44 Muslim families asked to vacate homes in Kushinagar village
https://tinyurl.com/yc6kepr9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তান লা-ওয়ারিস নয় যে, কেউ চাইলেই হামলা করবে: পাকিস্তানকে মোল্লা ইয়াকুব
পরবর্তী নিবন্ধসরকারি প্রতিষ্ঠানে দেশীয় পণ্য ব্যবহারের সিদ্ধান্ত ইসলামি ইমারতের মন্ত্রিসভায়