এক মাসে ভারতীয় বাহিনীর হাতে ৫ কাশ্মীরি খুন

মুহাম্মাদ ইব্রাহীম

0
666

কাশ্মীরে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠিত করতে সেখানকার মুসলিমদের উপর ভারতীয় প্রশাসন অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে আগ্রাসন ও নিপীড়ন। এর ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারি মাসে ৫ জন নিরীহ কাশ্মীরিকে খুন করেছে ভারতীয় বাহিনী।

কাশ্মীর মিডিয়া সার্ভিস এর দেওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় বাহিনীর কাস্টডিতে থাকা অবস্থায় খুন হয়েছেন দুই কাশ্মীরী যুবক। অপর এক যুবককেও একই কায়দায় একটি চেকপোস্ট থেকে আটক করে নির্যাতন করে খুন করা হয়। বাকি দুজনকে গুলি করে খুন করে ভারতীয় বাহিনী, তথাকথিত অভিযানের সময়।

ফেব্রুয়ারি মাসে ভারতীয় বাহিনী এমন তথাকথিত অভিযান চালিয়েছে মোট ১৯৩ টি, অর্থাৎ দৈনিক গড়ে প্রায় ৭ টি ‘অভিযান’। এসব তথাকথিত অভিযানের নামে কাশ্মীরিদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। এসব ‘অভিযানে’ একাধিক কাশ্মীরী মুসলিম আহত হয়েছেন বলে জানা গেছে, আর সন্দেহভাজন ‘সন্ত্রাসী’ ট্যাগ দিয়ে গ্রেফতার করা হয়েছে শতাধিক কাশ্মীরী যুবককে। এছাড়া একটি বাড়ি ও একটি মসজিদও ভাংচুর করেছে ভারতীয় বাহিনী।

নরেন্দ্র মোদীর সরকার প্রকাশ্যেই হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছে, মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীদের উপর চালাচ্ছে গুম, খুন, নির্যাতন, ধর্ষণ। বিজেপি সহ অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতা-কর্মীরাও প্রশাসনের প্রত্যক্ষ নিরাপত্তায় প্রকাশ্যে মুসলিম নিধনের আহ্বান জানাচ্ছে।

যুগ যুগ ধরে এভাবে কাশ্মীরী মুসলিমদের ওপর আগ্রাসন চালানোর পরও কথিত আন্তর্জাতিক মহল ভারতীয় প্রশাসনের এমন কট্টর হিন্দুত্ববাদী এজেন্ডা ও কার্যক্রমের ব্যাপারে কার্যত নীরব ভূমিকা পালন করছে। অন্যদিকে, নিপীড়িত কাশ্মিরি মুসলিমরা নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হলে, তাদেরকে জঙ্গি-সন্ত্রাসী তকমা দিচ্ছে।



তথ্যসূত্র:
——–
1. Indian troops martyr five innocent Kashmiris in February
https://tinyurl.com/bddwmwnv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে চলছে তালিবানের সর্বাত্মক প্রচেষ্টা
পরবর্তী নিবন্ধপবিত্র রমজান মাসে মুসল্লিদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে সৌদি সরকার