পবিত্র রমজান মাসে মুসল্লিদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে সৌদি সরকার

ইউসুফ আল-হাসান

0
1086
পবিত্র কাবায় নামাজের মনোরম দৃশ্য- ফাইল ছবি।

মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ন ও মর্যাদার মাস মাহে রমাদান, যার জন্য মুসলিমরা অধির আগ্রহভরে অপেক্ষা করে মাসের পর মাস। মুসলিমদের দীর্ঘ এক বছরের প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত এই বরকতময় মাস শুরুর আর কয়েকদিন মাত্র বাকী।

এরই মধ্যে পবিত্র এই মাসের ইবাদতকে ঘিরে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব সরকার। এসব বিধি নিষেধের মধ্যে রয়েছে মসজিদে মাইকের সাউন্ড কমানো ও ইতিকাফকারীদের ওপর নজরদারি, তারাবিহ নামাজের দৃশ্য ধারণ ও সম্প্রচারের ওপর নিষেধজ্ঞা।

গত ৩ মার্চ সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ শেখ এক বিবৃতিতে রমাদান মাসকে ঘিরে দশটি পয়েন্ট সংবলিত আদেশনামা জারি করে। আদেশগুলো সেদেশের সবাইকে মেনে চলতে হবে বলে বিবৃতিতে বলা হয়।

সৌদি ধর্ম মন্ত্রনালয় কর্তৃক প্রকাশিত বিবৃতি- ছবি:টুইটার।

আদেশগুলোর মধ্যে রয়েছে, ‘ইমাম ও মুয়াজ্জিন খুব প্রয়োজন ব্যতীত অনুপস্থিত থাকবে না, তারাবিহ নামাজ দীর্ঘায়িত করা যাবে না, রমজানের শেষ দশ দিন তাহাজ্জুদ নামাজ ফজর নামাজের অনেক আগেই শেষ করতে হবে। নামাজের সময় ক্যামেরা ব্যবহার করে তা সম্প্রচার করা যাবে না। পাশাপাশি রমজান মাসের শেষ দশ দিন যারা মসজিদে ইতিকাফ পালন করবে তাদের সবার নাম-পরিচয় ইমাম ও মসজিদ কর্তৃপক্ষকে বাধ্যতামূলক সংরক্ষণ করতে হবে।

এছাড়াও রোজাদারদের ইফতার করানোর জন্য কোন প্রকার দান-সাদাকা সংগ্রহ করা যাবে না, মসজিদের ভেতরে ইফতারের আয়োজন করা যাবে না, তবে মসজিদের বাহিরে ইফতার করা যাবে।
বাবা-মায়ের সাথে নিজ সন্তানকে নামাজে নিয়ে আসার ওপরও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা।

পবিত্র রমাদান মাস মানেই ইবাদতের উৎসাহ-উদ্দীপনা। আর এই উদ্দীপনা পুরো বছর জুড়েই মুসলিমদের মনে দোলা দিয়ে থাকে। এছাড়াও পুরো বছর আল্লাহ তা’য়ালার আদেশ-নিষেধ পালনের এক গুরুত্বপূর্ন শিক্ষা লাভ হয় এ মাসে। আর এ মাসেই শিশুদের মসজিদে আসা, মসজিদে ইফতার করা ও ইতিকাফের ওপর বিধিনিষেধ আরোপ করছে সৌদি সরকার।

সৌদি সরকার একদিকে ইসলামি বিধিনিষেধ পালনে বাধা সৃষ্টি করছে, অন্যদিকে পবিত্র ভূমিতে গান-বাজনা, নাটক, সিনেমা ও বিভিন্ন পশ্চিমা অনুষ্ঠান চালু করছে। সৌদি সরকারের এসব কাজকে নিঃসন্দেহে ইসলামি সংস্কৃতিকে ধ্বংস করার নীল-নকশা হিসেবেই দেখছেন হক্কপন্থী আলেমগণ।



তথ্যসূত্র:
——–
1. Saudi Arabia imposes restrictions on Ramadan practices, limiting loudspeakers and surveiling worshippers
https://tinyurl.com/3crjsyya

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএক মাসে ভারতীয় বাহিনীর হাতে ৫ কাশ্মীরি খুন
পরবর্তী নিবন্ধমুসলিম গণহত্যা নিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলোচনার দাবি হিন্দু ধর্মগুরুর