পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিশু, যেখানে বসবাস করছেন প্রায় ৩০ লাখ মানুষ। গুরত্বপূর্ণ এই শহরটি পশ্চিমা সমর্থিত সরকারি কর্মকর্তা ও মিলিশিয়া নেতাদের ছত্রছায়ায় মাদক ব্যবসায়ী, গ্যাং, পতিতা চক্র এবং চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। যার ফলে দেশটির পশ্চিমা সমর্থিত সরকারের নিয়ন্ত্রণাধীন এই শহরে মানুষের জীবনযাত্রা হয়ে পড়েছিল অসহনীয়।
সরকারি কর্মকর্তা ও মিলিশিয়া নেতাদের ছত্রছায়ায় যখন রাজধানীর এমন করুণ দশা, তখন সরকার নিরব দর্শকের ভূমিকা পালন করতে থাকে। ফলে এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সাধারণ জনগণ তাদের আস্থার জায়গা হারাকাতুশ শাবাব প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করে। আর হারাকাতুশ শাবাব প্রশাসনও তাদের আবেদনে সাড়া দিয়ে রাজধানী বাসীর সাহায্যে এগিয়ে আসেন। রাজধানী জুড়ে ঘোষণা করেন মাদক-কারবারি ও মাফিয়া গ্যাংলিডারদের বিরুদ্ধে নতুন কিলিং অপারেশনের।
সম্প্রতি রাজধানী মোগাদিশুতে নিযুক্ত হারাকাতুশ শাবাবের ছায়া গভর্নর শাইখ মুসা আরাল (হাফি.) এক সাক্ষাৎকারে জানান যে, মুজাহিদগণ রাজধানীজুড়ে অপরাধিদের দিরুদ্ধে কিলিং অপারেশন শুরু করার পর থেকে এখন পর্যন্ত কয়েক ডজন ড্রাগ মাফিয়া, মাদক ব্যবসায়ী, গ্যাং, পতিতা চক্র এবং চাঁদাবাজদের হত্যা ও বন্দী করেছেন। তাদের মধ্যে এসব অপরাধের নেতৃত্বদানকারী ৩০ সদস্যও রয়েছে। একই সাথে মুজাহিদগণ এসব অপরাধী চক্রের অনেক উৎপাদন কেন্দ্র, গোডাউন এবং গোপন আস্তানা ধ্বংস করেছেন।
আলহামদুলিল্লাহ, মুজাহিদদের এই সফল সন্ত্রাসবিরোধী অপারেশনের ফলে এইবছর ৩০ লাখ রাজধানীবাসী একটি সুন্দর, সুস্থ ও নিরাপদ রমাদান উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ্।
তিনি আরও বলেন, এই রমাদানকে আরও আরামদায়ক করতে রাজধানীজুড়ে অপরাধীদের বিরুদ্ধে কিলিং অপারেশন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।