ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকারের কর্মকর্তারা বলছেন যে, দেশটির সামরিক বাহিনীর সদস্যরা গত ১৮ মার্চ রাতে আইএস গোষ্ঠীর বিদেশি সদস্যদের কিছু গোপন আস্তানায় ক্লিয়ারিং অপারেশন পরিচালনা করছেন। এতে অনেক সন্ত্রাসী নিহত হয়েছে।
ইমারাতে ইসলামিয়া সরকারের কেন্দ্রীয় মুখপাত্র মুহতারাম জাবিহুল্লাহ্ মুজাহিদ (হাফি.) এক টুইটার বার্তায় তথ্যটি নিশ্চিত করেছেন। তাঁর দেওয়া তথ্যমতে, মুজাহিদগণ গত ১৭-১৮ মার্চ গভীর রাতে মাজার-ই-শরীফের ৫ম, ৬ষ্ঠ এবং ৮ম জেলায় আইএস খারেজিদের ৩টি আস্তানায় ক্লিয়ারিং অপারেশন পরিচালনা করছেন।
মুখপাত্রের মতে, মুজাহিদদের পরিচালিত এই অভিযানে বেশ কিছু আইএস সদস্য নিহত হয়েছে, তবে তিনি নির্দিষ্ট পরিসংখ্যান জানান নি। তিনি আরও যোগ করেছেন যে, অভিযানের সময় একজন তালিবান মুজাহিদও আহত হয়েছেন।
স্থানীয় সূত্র থেকে আরও জানা যায়, এই অভিযানের মাধ্যমে তালিবান মুজাহিদগণ উজবেকিস্তান ও তাজিকিস্তান থেকে আসা আইএস সদস্যদের হত্যা করেছেন। নিহতদের মধ্যে আইএসের সিনিয়র ব্যক্তিত্ব “ওস্তাদ কায়েস” ও রয়েছে।