সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আইএসের ৩টি আস্তানায় মুজাহিদদের ক্লিয়ারিং অপারেশন

আলী হাসনাত

0
1080
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্পেশাল কমান্ডো ফোর্স

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকারের কর্মকর্তারা বলছেন যে, দেশটির সামরিক বাহিনীর সদস্যরা গত ১৮ মার্চ রাতে আইএস গোষ্ঠীর বিদেশি সদস্যদের কিছু গোপন আস্তানায় ক্লিয়ারিং অপারেশন পরিচালনা করছেন। এতে অনেক সন্ত্রাসী নিহত হয়েছে।

ইমারাতে ইসলামিয়া সরকারের কেন্দ্রীয় মুখপাত্র মুহতারাম জাবিহুল্লাহ্ মুজাহিদ (হাফি.) এক টুইটার বার্তায় তথ্যটি নিশ্চিত করেছেন। তাঁর দেওয়া তথ্যমতে, মুজাহিদগণ গত ১৭-১৮ মার্চ গভীর রাতে মাজার-ই-শরীফের ৫ম, ৬ষ্ঠ এবং ৮ম জেলায় আইএস খারেজিদের ৩টি আস্তানায় ক্লিয়ারিং অপারেশন পরিচালনা করছেন।

মুখপাত্রের মতে, মুজাহিদদের পরিচালিত এই অভিযানে বেশ কিছু আইএস সদস্য নিহত হয়েছে, তবে তিনি নির্দিষ্ট পরিসংখ্যান জানান নি। তিনি আরও যোগ করেছেন যে, অভিযানের সময় একজন তালিবান মুজাহিদও আহত হয়েছেন।

স্থানীয় সূত্র থেকে আরও জানা যায়, এই অভিযানের মাধ্যমে তালিবান মুজাহিদগণ উজবেকিস্তান ও তাজিকিস্তান থেকে আসা আইএস সদস্যদের হত্যা করেছেন। নিহতদের মধ্যে আইএসের সিনিয়র ব্যক্তিত্ব “ওস্তাদ কায়েস” ও রয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে সেনা চৌকিতে আল-কায়েদার রেইড: ১০ শত্রুসেনা হতাহত
পরবর্তী নিবন্ধবৈঠকরত শত্রুর সামরিক কেন্দ্রে শাবাবের ইস্তেশহাদী অপারেশন: হতাহত অন্তত ৩৩ কর্মকর্তা