মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একজন মুসলিম যুবককে জুতাপেটা করে লাঞ্ছিত করেছে উগ্র হিন্দুরা। এমনকি আক্রমণকারী হিন্দুদের পা চাটতে বাধ্য করা হয়েছে তাকে। ঘটনাটি গোয়ালিয়র জেলার একটি শহর ডাবরায় ঘটেছে।
ঘটনার ভিডিও ৭ জুলাই শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয় এবং ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা গেছে, একটি গাড়ি দ্রুত গতিতে চলছে, গাড়িতে চার-পাঁচজন বসে আছে। তারা ঐ মুসলিম যুবককে মারধর করে এবং তাকে তাদের বাবা বলে ডাকতে বাধ্য করে। তাকে তাদের পা চাটতে ধাক্কা দেয়।
এই ঘটনার মূল অভিযুক্তর নাম গোলু গুর্জার। সে মুসলিম যুবককে “গোলু গুর্জার বাপ হ্যায়” (গোলু গুর্জার আমার বাবা) বলতে বাধ্য করে। পাশাপশি মুসলিম ব্যক্তিকে শারীরিকভাবে আক্রমণ করতে থাকে সবাই মিলে। ভিডিও ক্লিপটিতে আরও দেখা গেছে ঐ উগ্র হিন্দুরা বর্বর কায়দায় বারবার জুতা দিয়ে যুবকের মুখে আঘাত করছে।
প্রাথমিক তথ্য থেকে জানা গেছে যে হামলার শিকার মুসলিম ব্যক্তির নাম মহসিন খান। তিনি ডাবরা তহসিলের জঙ্গিপুরার বাসিন্দা। গত এক সপ্তাহ ধরে বনমোরে তার মামার সাথে থাকেন। তিনি রাস্তায় গাড়িটির কাছে ঘোরাফেরা করছিলেন, তখনই তাকে গাড়িতে টেনে তুলে এমন অমানবিক ব্যবহার করে ঐ উগ্র হিন্দুরা।
ভিডিওতে ধারণ করা ঘটনাটি আনুমানিক ৮ থেকে ১০ দিন পুরানো।
উল্লেখ্য, মধ্যপ্রদেশ সম্প্রতি বেশ কয়েকটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে, যা মানবতার অবক্ষয়কে আরও স্পষ্ট করে তুলে ধরেছে। এই ঘটনার আগে মাথায় সরাসরি মূত্রত্যাগের একটি নিকৃষ্ট ঘটনা ঘটে। এরপর সিধি এবং শিবপুরীতে মুসলিমদের জাতিগত অবমাননা ও তাদের উপর সহিংসতার ঘটনাও প্রত্যক্ষ করেছে জনসাধারণ। হিন্দুত্ববাদী এজেন্ডা গোটা ভারতেই এভাবে মুসলিমবিরোধী বিষবাষ্প হিসেবে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
তথ্যসূত্র:
1. Muslim Boy Assaulted and Forced to Lick Attackers’ Feet in Gwalior, Madhya Pradesh
– https://tinyurl.com/yc2bxrvp
2. video link
– https://tinyurl.com/4yhfsxky