পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে দেশটির সামরিক বাহিনীর উপর পরপর ৩টি অভিযান চালিয়েছেন ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। এতে দেশটির অন্তত ২৯ সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রমতে, আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি প্রতিরোধ বাহিনী জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) যোদ্ধারা গত ৭ ও ৮ জুলাই বুরকিনান সামরিক বাহিনীকে টার্গেট করে ৩টি অভিযান পরিচালনা করছেন। এরমধ্যে প্রথম অভিযানটি চালানো হয় নমন্তিংগা রাজ্যের কাগো এলাকায়, যেখানে বুরকিনান সেনাবাহিনীর একটি সদর দফতর লক্ষ্য করে মুজাহিদগণ অতর্কিত হামলা চালান। এতে বুরকিনান সেনাবাহিনীর অন্তত ১৫ সদস্য নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়।
অপরদিকে ‘জেএনআইএম’ মুজাহিদগণ তাদের অন্য দুটি অভিযান পরিচালনা করেন গত ৮ জুলাই, দেশটির স্কোয়াড্রন রাজ্যের সামগা ও রুবিনি এলাকায়। অভিযান ২টি বুরকিনান সেনাবাহিনীর একটি সদর দফতর ও একটি সামরিক ইউনিটকে টার্গেট করে চালানো হয়েছিল। যার ফলশ্রুতিতে সামরিক বাহিনীর অন্তত ১৪ সৈন্য নিহত এবং আরও অনেক সৈন্য আহত হয়েছে।
আয-যাল্লাকা মিডিয়ার তথ্য অনুযায়ী, ‘জেএনআইএম’ মুজাহিদগণ উক্ত অভিযানগুলো শেষে সামরিক বাহিনী থেকে ২২টি ক্লাশিনকোভ, ২২টি মোটরসাইকেল এবং ৩০টি বাক্স সহ আরও অনেক সামরিক সরঞ্জাম জব্দ করেছেন।