সেনা-সমাবেশে শাবাবের শহিদী অভিযানে অন্তত ২৪ সোমালি সেনা হতাহত

- ত্বহা আলী আদনান

0
582

সোমালিয়ার মাসগাওয়ে শহরে সামরিক অবস্থানে শহিদী অপারেশন চালিয়েছে ইসলামি প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব। এতে পশ্চিমা সমর্থিত সোমালি সামরিক বাহিনীর অন্তত ১৫ সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রমতে, পশ্চিমা সমর্থিত মোগাদিশু সরকার যখন শাবাব নিয়ন্ত্রিত অঞ্চলে দ্বিতীয় পর্বের যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে, তখন আশ-শাবাব যোদ্ধারা শহর কেন্দ্রীক সামরিক অবস্থানে অপারেশন জোরদার করেছে। এই ধারাবাহিকতায় হারাকাতুশ শাবাব যোদ্ধারা গত ১৬ আগস্ট সোমালিয়ার জালাজদুদ রাজ্যের মাসগাওয়ে শহরে উক্ত শহিদী অপারেশনটি পরিচালনা করছেন।

অভিযান বিষয়ে শাবাবের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, মাসগাওয়ে শাবাবের ইস্তেশহাদী অভিযানে অন্তত ১৫ সেনা নিহত এবং আরও ৯ সেনা সদস্য আহত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আশ-শাবাবের একজন ইস্তেশহাদী মুজাহিদ মোগাদিশু সরকারি বাহিনীর একটি সমাবেশ ও তাদের যানবাহনের অবস্থান লক্ষ্য করে এই অভিযানটি চালিয়েছেন। এতে ঘটনাস্থলে থাকা অধিকাংশ যানবাহন ধ্বংস হয়ে গেছে এবং অনেক সৈন্য হতাহত হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় নিহত ২ ইহুদি
পরবর্তী নিবন্ধকাবুলের চেয়ে দেড় গুণ বড় নতুন কাবুল সিটি নির্মাণের ঘোষণা