পাক সেনা-কনভয়ে টিটিপির অ্যাম্বুশে ১৮ সেনা নিহত

- আলী হাসনাত

0
877
হতাহতের শিকার পাক সেনারা

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে দেশটির সামরিক বাহিনীর একাধিক গাড়ি লক্ষ্য করে অ্যাম্বুশ করেছেন টিটিপি যোদ্ধারা। এতে সামরিক বাহিনীর অন্তত ১৮ সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।

সূত্রমতে, গত ২২ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উক্ত অ্যাম্বুশটি সফলভাবে চালানো হয়েছে। অ্যম্বুশটি দক্ষিণ ওয়াজিরিস্তানের ডিআই খান জেলায় পাকিস্তান সামরিক বাহিনীর ২টি গাড়ি টার্গেট করে একযোগে চালানো হয়েছিল।

স্থানীয় সূত্র জানায়, জেলার স্পেন মসজিদের কাছে সংঘটিত সেনাদের গাড়িতে টিটিপির যোদ্ধাদের অতর্কিত এই অ্যাম্বুশের ঘটনায় ১৮ সেনা সদস্য নিহত হয়েছে। তবে গাড়িতে থাকা অন্য ৪ পাকি সেনা সদস্য পালিয় যেতে সক্ষম হয়।

টিটিপির মুখপাত্র মুহাম্মদ খোরাসানী জানান, এই অপারেশনে তাদের সকল সহকর্মী নিরাপদ ছিলেন। তবে অভিযান শেষে নিহত সেনা সদস্যদের মৃতদেহ নিতে এসে সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করে। হেলিকপ্টার থেকে গোলাবর্ষণের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় নারী ও শিশুদের গণহত্যা করছে পশ্চিমা ও তাদের মিত্ররা
পরবর্তী নিবন্ধশাবাব যোদ্ধাদের অ্যাম্বুশ ও ইস্তেশহাদী অপারেশনে হতাহত অন্তত ৭০ সৈন্য