অস্ট্রিয়ায় মসজিদে শুকরের মাথা ঝুলিয়ে দিলো ইসলাম বিদ্বেষীরা

মুহাম্মাদ ইব্রাহীম

0
583
অস্ট্রিয়ার একটি মসজিদ, ছবি: টিআরটি ওয়ার্ল্ড।

ইউরোপের দেশ সুইডেন ও ডেনমার্কে যখন রুটিন মাফিক রাষ্ট্রীয় নিরাপত্তায় পবিত্র আল-কুরআন পুড়িয়ে ইসলাম বিদ্বেষ জানান দেওয়ার ঘটনা ঘটছে, ঠিক সেই মুহূর্তে মধ্য ইউরোপের আরেক দেশ অস্ট্রিয়ায় নিজেদের ইসলাম বিদ্বেষ জানান দিতে মসজিদে শুকরের মাথা ঝুলিয়ে দিয়েছে ইসলামবিদ্বেষীরা।

গত ৪ সেপ্টেম্বর দেশটির গ্রাজ শহরের একটি মসজিদে এই ঘটনা ঘটে।
জানা যায়, দেশটির গ্রাজে বসবাসকারী এক মুসলিম নামাজ পড়ার জন্য স্থানীয় সময় রাত ৯:৪০ মিনিটে মসজিদে যাওয়ার পর দরজায় শূকরের মাথা ঝুলানো দেখতে পান। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুকরের মাথা দেখতে পায়।

এর আগেও দেশটিতে এমন ঘটনা ঘটেছিলো। দেশটির ইসলামবিদ্বেষী কিছু নাগরিক ২০১৬ সালে এক মসজিদে শুকরের দ্বিখণ্ডিত মাথা ও রক্ত ছিটিয়ে ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ করেছিলো। সেই ঘটনায় ২০২০ সালে অস্ট্রিয়ার প্রশাসন একজনকে গ্রেফতার করেছিল। অস্ট্রিয়া পুলিশের তদন্ত ও জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে যে, কাউন্টার আর্মি ইন্টেলিজেন্সের দুই জন সদস্য ওই ব্যক্তিকে একাজে প্ররোচিত করেছিলো।

তথ্যসূত্র:
——
1. Austrian police find pig’s head hung on mosque door
– https://tinyurl.com/ynsy6jdk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসুইডেনে আবারো কুরআন অবমাননা, প্রতিবাদ করায় গ্রেফতার ১০
পরবর্তী নিবন্ধবুরকিনান সেনা ইউনিটে আল-কায়েদার অ্যাম্বুশে অন্তত ৯৩ সৈন্য হতাহত