মাদক নিয়ন্ত্রণে তালিবানের সফলতা স্বীকার করেছে জাতিসংঘ

- সাইফুল ইসলাম

0
395

আফগানিস্তানে আফিম চাষ ৯৫% পর্যন্ত কমে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর। ২০২২ সালের এপ্রিলে ইমারতে ইসলামিয়া সরকার সকল প্রকার মাদক দ্রব্যের উপর নিষেধাজ্ঞা আরোপের পর ‘নাটকীয়ভাবে’ আফিম চাষ কমে এসেছে বলে স্বীকার করেছে সংস্থাটি।

ইউএনওডিসি (UNODC) এর প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানজুড়ে সব জায়গায় নাটকীয়ভাবে আফিম চাষের পতন হয়েছে। যেসব প্রদেশে বহু বছর যাবৎ অবৈধভাবে আফিম চাষ হয়েছে, সেখানে এখন পুরোপুরি নির্মূল করা হয়েছে আফিমের উৎপাদন। আগে যেখানে ২ লাখ ৩৩ হাজার হেক্টর জমিতে আফিম চাষ হতো, ২০২৩ সালে সেটি কমে হয়েছে ১০ হাজার ৮০০ হেক্টর। ২০২২ সালে যেখানে ৬২০০ টন আফিম সরবরাহ করা হতো, ২০২৩ সালে সেটি ৯৫% কমে হয়েছে ৩৩৩ টন।

ইমারতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অবশ্য বলেছেন আফগানিস্তানে বর্তমানে আফিম উৎপাদন শূন্যের কোটায় নেমে এসেছে। তিনি বলেন, “আমাদের তথ্য হলো, আফিম উৎপাদন ১০০% কমেছে। গত বছরের হিসাব বিবেচনায় নিলে, আফিম তখন কিছু পার্শ্ববর্তী এলাকায় বা পাহাড়ে চাষ করা হতো। কিন্তু এখন সেগুলোও নির্মূল করা হয়েছে।”

আফিমের বিপরীতে এখন গম চাষ করছেন আফগানিস্তানের কৃষকরা। ফারাহ, হেলমান্দ, কান্দাহার এবং নানগারহার প্রদেশে নতুনভাবে আরও ১ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে শস্য উৎপাদন করা হচ্ছে বলেও জাতিসংঘের প্রতিবেদনে ওঠে এসেছে।

আফগানিস্তানের দরিদ্র কৃষকদের সহায়তা প্রয়োজন। আফগানিস্তানের অর্থনীতিতে অবদান রাখতে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের জন্য আফগানিস্তানে এখন বিনিয়োগের উত্তম সুযোগ রয়েছে। ইমারতে ইসলামিয়া সরকারও বিনিয়োগের ব্যাপারে উৎসাহিত করেছেন এবং সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, তালিবান সরকার ১৯৯৬ সালে যখন প্রথমবার ক্ষমতায় এসে ইসামতে ইসলামিয়া গঠন করেছিলেন, তখনও আফিম উৎপাদনকে শূন্যের কোটায় নামিয়ে এনেছিলেন তাঁরা। ২০২১ সালের আগস্টে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আরোহণের পরও ইমারতে ইসলামিয়া সকল প্রকার মাদকের মূলোৎপাটনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। আফিমের উৎপাদন ক্ষেত্র, কারখানা ইত্যাদি ধ্বংস করার পাশাপাশি মাদকাসক্তদের রাস্তা থেকে তুলে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন ইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষ। ফলস্বরূপ আজ আবারও আফগানিস্তানে আফিম উৎপাদন শূন্যের কোটায় নেমেছে।
এমনকি এতদিন যারা আফগানিস্তানে আফিম উৎপাদনের পেছনে তালিবানকে দায়ী করতো, তারাই স্বীকার করতে বাধ্য হচ্ছে যে আফগানিস্তানে ইমারতে ইসলামিয়ার হস্তক্ষেপে আফিম উৎপাদন ৯৫% কমেছে।



 

তথ্যসূত্র:

1. Afghanistan opium cultivation in 2023 declined 95 per cent following drug ban: new UNODC survey
https://tinyurl.com/26kpzbs4
2. Opium Poppy Cultivation Declined by 95% in Afghanistan: UNODC
https://tinyurl.com/ym9wneu2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইহুদি সেনাদের লাশ থেকে অল্প সময়েই ছড়াচ্ছে অস্বাভাবিক দুর্গন্ধ
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৭ নভেম্বর, ২০২৩