ইসরায়েলের আবাসন খাতে ফিলিস্তিনিদের বাদ দিয়ে এখন ভারতীয়দের কাজ দেয়া হবে। এজন্য ভারতের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। দু’পক্ষের আলোচনার ভিত্তিতে প্রায় ১ লাখ ভারতীয়কে কাজে নিতে চায় ইসরায়েল।
গত ৭ অক্টোবর ফিলস্তিন-ইসরায়েলে যুদ্ধ শুরুর পর থেকেই দেশটিতে কাজ করা প্রায় ৯০ হাজার ফিলিস্তিনির ওয়ার্ক পারমিট বাতিল করে ইসরায়েল। তাদের পরিবর্তে ১ লাখ ভারতীয়দের কাজে নিতে সরকারকে অনুরোধ জানিয়েছে ইসরায়েলি আবাসন ব্যবসায়ীরা।
ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
মার্কিন এ গণমাধ্যমটি অধিকৃত ফিলিস্তিনি ভূমি পশ্চিম তীরে ইসরায়েলি আবাসন ব্যবসায়ী ও ইসরায়েলের বিল্ডার্স অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট হাইম ফেইগলিনের সাক্ষাৎকার নেয়। সাক্ষাৎকারে হেইম ফেইগলিন বলেছে, ‘বর্তমানে আমরা ভারতের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি। ইসরায়েল সরকার আমাদের এ বিষয়ে অনুমতি দেবে, আমরা সেই অপেক্ষায় রয়েছি। আমরা আশা করছি, এই খাতে ৫০ হাজার থেকে ১ লাখ ভারতীয়কে কাজে লাগানো সম্ভব হবে এবং খুব শিগগিরই এই খাত আবারও স্বাভাবিক অবস্থায় ফিরবে।’
উল্লেখ্য যে, ইসরায়েলি দখলদারিত্ব ও অবরোধের ফলে দারিদ্র ফিলিস্তিনিদের অনেকেই বাধ্য হয়ে ইসরায়েলি আবাসন খাতের শ্রমিক হিসেবে কাজ করেন। কিন্তু ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ শুরুর পর ইসরায়েলি আবাসন খাতের কার্যক্রম ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
সাক্ষাৎকারে ফেইগলিন আরও জানায়, ‘আমরা একটি যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আর এ কারণে আমাদের আবাসন খাতের শতকরা ২৫ শতাংশ শ্রমিক, যারা ফিলিস্তিনি, তারা এখন আর কাজে আসতে পারছে না। কারণ তাদের ইসরায়েলে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না।’
তথ্যসূত্র:
——
1. Israeli Construction Sector Moves to Replace Palestinian Employees With Indian Workers
– https://tinyurl.com/msr6kzh3