ফিলিস্তিদের বরখাস্ত করে ভারত থেকে শ্রমিক নেবে ইসরায়েল

- মুহাম্মাদ মহসিন

0
338
ইসরায়েলের বিল্ডার্স অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট হাইম ফেইগলিন, ভিডিও থেকে স্ক্রিনশট নেয়া ছবি।

ইসরায়েলের আবাসন খাতে ফিলিস্তিনিদের বাদ দিয়ে এখন ভারতীয়দের কাজ দেয়া হবে। এজন্য ভারতের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। দু’পক্ষের আলোচনার ভিত্তিতে প্রায় ১ লাখ ভারতীয়কে কাজে নিতে চায় ইসরায়েল।

গত ৭ অক্টোবর ফিলস্তিন-ইসরায়েলে যুদ্ধ শুরুর পর থেকেই দেশটিতে কাজ করা প্রায় ৯০ হাজার ফিলিস্তিনির ওয়ার্ক পারমিট বাতিল করে ইসরায়েল। তাদের পরিবর্তে ১ লাখ ভারতীয়দের কাজে নিতে সরকারকে অনুরোধ জানিয়েছে ইসরায়েলি আবাসন ব্যবসায়ীরা।

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
মার্কিন এ গণমাধ্যমটি অধিকৃত ফিলিস্তিনি ভূমি পশ্চিম তীরে ইসরায়েলি আবাসন ব্যবসায়ী ও ইসরায়েলের বিল্ডার্স অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট হাইম ফেইগলিনের সাক্ষাৎকার নেয়। সাক্ষাৎকারে হেইম ফেইগলিন বলেছে, ‘বর্তমানে আমরা ভারতের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি। ইসরায়েল সরকার আমাদের এ বিষয়ে অনুমতি দেবে, আমরা সেই অপেক্ষায় রয়েছি। আমরা আশা করছি, এই খাতে ৫০ হাজার থেকে ১ লাখ ভারতীয়কে কাজে লাগানো সম্ভব হবে এবং খুব শিগগিরই এই খাত আবারও স্বাভাবিক অবস্থায় ফিরবে।’

উল্লেখ্য যে, ইসরায়েলি দখলদারিত্ব ও অবরোধের ফলে দারিদ্র ফিলিস্তিনিদের অনেকেই বাধ্য হয়ে ইসরায়েলি আবাসন খাতের শ্রমিক হিসেবে কাজ করেন। কিন্তু ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ শুরুর পর ইসরায়েলি আবাসন খাতের কার্যক্রম ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

সাক্ষাৎকারে ফেইগলিন আরও জানায়, ‘আমরা একটি যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আর এ কারণে আমাদের আবাসন খাতের শতকরা ২৫ শতাংশ শ্রমিক, যারা ফিলিস্তিনি, তারা এখন আর কাজে আসতে পারছে না। কারণ তাদের ইসরায়েলে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না।’



তথ্যসূত্র:
——
1. Israeli Construction Sector Moves to Replace Palestinian Employees With Indian Workers
https://tinyurl.com/msr6kzh3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের ডেরা ইসমাইল খানে টিটিপির অভিযান জোরদার
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৮ নভেম্বর, ২০২৩