সীমান্তে বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তরে গরুর জন্য ঘাস কাটার সময় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম সামিরুল হক। সে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাসিন্দা।
গত ৯ নভেম্বর বেলা ১২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচক সীমান্তে এ ঘটনা ঘটে।
জানা যায়, সীমান্তের জিরো লাইন থেকে অন্তত ১৫০ গজ বাংলাদেশের ভেতরে ঘাস কাটছিল সামিরুল হক। এ সময় বিএসএফের একটি টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি সমিরুলের ডান কাঁধের নিচ দিয়ে ঢুকে বাম কাঁধ ছেদ করে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সাথে ঘাস কাটতে যাওয়া অন্যরা দৌড়ে পালিয়ে আসে।
বিএসএফের এমন উস্কানিমূলক গুলির ঘটনায় স্থানীয় চেয়ারম্যান মাইকিং করে বাংলাদেশিদেরকে সীমান্তের কাছাকাছি না যেতে সতর্ক করেছেন। এতে সীমান্ত এলাকায় বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।
ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি বিএসফের সাথে পতাকা বৈঠক আহ্বান করেই ক্ষান্ত রয়েছে।