ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১২ নভেম্বর, ২০২৩

- সাইফুল ইসলাম

0
654

 • গাজার বৃহত্তম দুটি হাসপাতাল হলো আল-শিফা এবং আল কুদস হাসপাতাল। দুটি হাসপাতালের কার্যক্রমই বন্ধ হয়ে গেছে। এমনকি হাসপাতালগুলোকে ঘিরে রেখেছে সন্ত্রাসী ইসরায়েল। কাউকে দেখলেই গুলি করছে সন্ত্রাসীরা।

• ফিলিস্তিনী রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গাজার দ্বিতীয় বৃহত্তম আল-কুদস হাসপাতালে জ্বালানি সংকটের কারণে অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ইসরায়েলী সন্ত্রাসীরা হাসপাতালটিতে হামলা চালাচ্ছে, হাসপাতালকে ঘিরে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে দখলদার বাহিনী।

• আল-শিফা হাসপাতালে তিনজন নার্সকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল।

• হাসপাতালে বিদ্যুৎ না থাকায় কার্যক্ষমতার অভাবে অনেক রোগী ও সদ্যজাত শিশু মারা যাচ্ছে। বিদ্যুতের অভাবে আইসিইউ এ থাকা রোগীরা মারা যাচ্ছে এবং ইউকিউবেটরে থাকা সকল প্রি-ম্যাচিউর শিশু মারা গেছে।

• আল-শিফা হাসপাতালে মেডিকেল কাজে ব্যবহারের জন্য ইসরায়েল ৩০০ লিটার জ্বালানি দিতে চেয়েছিল এবং হামাস তা নিতে অস্বীকার করেছে বলে দাবি করেছে ইসরায়েল। দখলদার সন্ত্রাসীদের এমন প্রোপাগান্ডা অস্বীকার করেছে হামাস।

• ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছে, গাজার হাসপাতালের রোগীদের বের করে আনার জন্য ‘যুদ্ধে সাময়িক বিরতি’ দেওয়া দরকার। রোগীদের জরুরি চিকিৎসা প্রয়োজন।

• সন্ত্রাসী ইসরায়েলের স্নাইপাররা আল-শিফা হাসপাতালের কাছে যে কাউকে দেখলেই গুলি করছে। এই কারণে হাসপাতালের ভেতরে হাজার হাজার মানুষ আটকা পড়েছেন। সেখানে কোনো বিদ্যুৎ নেই, পানি কিংবা খাবার নেই।

• বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, আল-শিফা হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের সাথে তারা যোগাযোগ প্রতিষ্ঠা করতে পেরেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছে যে, আল-শিফা হাসপাতাল এখন আর হাসপাতাল হিসেবে কাজ করছে না।

• রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি বলেছে, গাজা থেকে সাধারণ মানুষকে যে অবস্থায় বের করে আনা হচ্ছে তা অনিরাপদ ও অনিশ্চিত।

• অন্তত তিন ডজন ব্রাজিলিয়ান গাজার ভেতরে কয়েক সপ্তাহ ধরে আটকা পড়েছিল। এ নিয়ে ব্রাজিল ও ইসরায়েলের মধ্যে কূটনীতিক সম্পর্কে ফাটল সৃষ্টি হচ্ছিল। ঐ ব্রাজিলিয়ানরা এখন সীমান্ত অতিক্রম করে মিশরে প্রবেশ করেছে।

• নিউজিল্যান্ডের ১১ নাগরিক গাজা থেকে রাফাহ ক্রসিং দিয়ে মিশরে পৌঁছেছে।

• ফ্রান্স জুড়ে ১ লাখ ৮০ হাজারের বেশি লোক ইহুদিবাদের বিরোধিতার প্রতিবাদে ইহুদিদের পক্ষ নিয়ে রাস্তায় বিক্ষোভ করেছে।

• যুক্তরাষ্ট্রের প্র্রেসিডেন্ট বাইডেন ‘গাজা সংকট’ নিয়ে আলোচনা করতে কাতারের আমিরকে ফোন দিয়েছে।

• গাজায় সন্ত্রাসী ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১১,১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। অবশ্য গত শুক্রবার থেকে প্রধান হাসপাতালগুলোর সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে হতাহতদের আপডেট জানানো বন্ধ রেখেছে আল-জাজিরা। গত ১০ই নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী গাজায় নিহতের প্রকৃত সংখ্যা ছিল ১১,০৭৮ জন।



আগের পর্বগুলো পড়ুন
১। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৫ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/06/65088/
২। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৬ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/07/65100/
৩। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৭ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/08/65118/
৪। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৮ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/09/65137/
৫। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৯ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/10/65155/
৬। ফিলিস্তিনের জিহাদ || আপডেট — ১০ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/11/65167/
৭। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১১ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/12/65170/

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ভূখণ্ডে বিএসএফের গুলি, কিশোর নিহত
পরবর্তী নিবন্ধপাকিস্তানে বিমান ঘাঁটিতে মুজাহিদদের অভিযান, ৪০ টি বিমান ধ্বংস