ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৫ নভেম্বর, ২০২৩

- সাইফুল ইসলাম

0
399

• হামাস দ্বিতীয়বারের মতো বন্দী বিনিময় চুক্তির আওতায় ১৩ ইসরায়েলী এবং চারজন থাই নাগরিককে মুক্তি দিয়েছে। মুক্ত হওয়া বন্দীরা ইসরায়েলে পৌঁছেছে বলে জানিয়েছে ইসরায়েলী দখলদার বাহিনী।

• সন্ত্রাসী ইসরায়েল চুক্তি ভঙ্গ করছে বলে দাবী করেছে হামাস। এ কারণে বন্দী বিনিময় করতে কয়েক ঘণ্টা দেরি হয়েছে। চুক্তি মোতাবেক উত্তর গাজায় সাহায্য পৌঁছানোর কথা থাকলেও সন্ত্রাসী ইসরায়েল এতে বাধা প্রদান করেছে।

• শনিবার রাতে দ্বিতীয় ধাপে ফিলিস্তিনী বন্দীরা মুক্তি পাবেন। যেসব বন্দীদের মুক্তি দেওয়া হবে, তার একটি প্রত্যাশিত তালিকা দিয়েছে হামাস। এই ধাপে মুক্তি পাবেন ৬ জন নারী এবং ৩৩ জন ছেলে শিশু।

• সাময়িক এই যুদ্ধবিরতিতে নিজ বাড়িতে ফিরছেন উদ্বাস্তু ফিলিস্তিনিরা। তারা বাড়ি পৌঁছে দেখতে পাচ্ছেন কেবল ধ্বংসস্তুপ।

• সাংবাদিকদের প্রতিরক্ষা কমিটি বলেছে, ৭ই অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ৫৭ জন সাংবাদিক নিহত হয়েছেন।

• দখলীকৃত পশ্চিম তীরের জেনিনে সন্ত্রাসী ইসরায়েলী বাহিনী ২১ বছর বয়সী আম্মার আবুল ওয়াফা এবং ১৭ বছর বয়সী আহমাদ আবুল হেইজাকে হত্যা করেছে।

• ৭ই অক্টোবর থেকে সন্ত্রাসী ইসরায়েলী বাহিনী এবং দখলদার ইহুদিরা পশ্চিম তীরে হামলা চালিয়ে ২২১ জন ফিলিস্তিনীকে হত্যা করেছে। নিহতদের মধ্যে ৫৬ জন শিশু।

• ইসরায়েলে প্রধানমন্ত্রী সন্ত্রাসী বেনজামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং গাজায় বন্দী সকল ইসরায়েলির মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেছে হাজার হাজার ইসরায়েলি।

• দক্ষিণ লেবাননে জাতিসংঘের একটি বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল-ফিরদাউস সংবাদ সমগ্র || অক্টোবর, ২০২৩ঈসায়ী ||
পরবর্তী নিবন্ধদীপাবলির আতশবাজির বিস্ফোরণ ঘটিয়ে মুসলিমকে হত্যা