• দখলদার ইসরায়েল বলেছে, তাদের সন্ত্রাসী বাহিনী খান ইউনিসের কেন্দ্রে হামলা চালাচ্ছে।
• জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর চালানো একটি হামলায় আল-জাজিরার সাংবাদিক মুমিন আশরাফির পরিবারের ২২ সদস্য নিহত হয়েছে।
• জাতিসংঘ প্রধান গুতেরেস নিরাপত্তা পরিষদকে গাজায় যুদ্ধের মোকাবেলা করতে প্রথমবারের মতো আর্টিকেল ৯৯ আহ্বান করেছে। ফিলিস্তিন যুদ্ধ বিশ্ব শান্তি ও নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলবে বলে সতর্ক করেছে গুতেরেস।
• সন্ত্রাসী ইসরায়েল গাজায় ততটুকু জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়ার কথা জানিয়েছে, যেটুকু না হলে ‘মানবিক বিপর্যয়’ ঘটবে!
• দখলদার ইসরায়েলি সন্ত্রাসীদের একটি হেলিকপ্টারে SAM 7 মিসাইল দিয়ে সরাসরি আঘাত হেনেছেন মুজাহিদিন ব্রিগেড। এছাড়া, খান ইউনিসে জায়োনিস্টদের একটি এপিসি সামরিক যানও ধ্বংস করেছেন মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা। আর আল-কাসসাম ব্রিগেড, আল-কুদস ব্রিগেডের সাথে মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা সম্মিলিতভাবে গাজার উত্তরাঞ্চলে সন্ত্রাসী দখলদার বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ যুদ্ধে লিপ্ত হয়েছেন।
• আল-কাসসাম ব্রিগেড বুধবারে একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকটি ট্যাংকে হামলার দৃশ্য দেখা গেছে।
• আল-কাসসাম ব্রিগেড জায়োনিস্টদের ১২টি সামরিক যান, ৫টি মারকাভা ট্যাংক, ১টি এপিসিকে টার্গেট করে হামলা চালিয়েছেন।
• বিভিন্ন যুদ্ধক্ষেত্রে জায়োনিস্টদের ৬ সন্ত্রাসীর উপর সফলভাবে স্নাইপার হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা। এছাড়াও, শত্রুদের অবস্থান করা বাড়িতে হামলা চালিয়েছে আল-কাসসাম ব্রিগেড।
• আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা ১০টি সামরিক যানকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন। একটি জায়োনিস্ট এপিসি ধ্বংস করেছেন। বনী সুহেইলাতে এক জায়োনিস্ট সন্ত্রাসীকে সফলভাবে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন। এছাড়াও, খান ইউনিসের পূর্বাঞ্চলে অ্যান্টি-পার্সোনেল বিস্ফোরক দিয়ে একদল জায়োনিস্ট সন্ত্রাসীর উপর হামলা চালিয়েছেন আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা।
• গাজায় সন্ত্রাসী ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ১৬,২৪৮ জন। নিহতদের মধ্যে শিশু আছে ৭১১২। গাজায় নিখোঁজ আছেন আরও অন্তত ৭৬০০ জন। দখলীকৃত পশ্চিম তীরে ৬৩ শিশুসহ ২৬২ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।