সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া। এই দুর্যোগপূর্ণ সময়ে বন্যার্তদের উদ্ধারের পাশাপাশি তাদেরকে খাদ্য ও চিকিৎসা সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছে ইসলামি প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব।
সেই ধারাবাহিকতায় প্রতিরোধ বাহিনীর “বন্যা ব্যবস্থাপনা কমিটি” দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বন্যা কবলিত হাজার হাজার মানুষকে নিরাপদ এবং উঁচু আশ্রয়স্থলে সরিয়ে নিয়েছে। এসময় প্রতিরোধ বাহিনী থেকে বন্যার্তদের জন্য খাদ্য, ঔষধ এবং মশারি সহ প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহ করা হয়েছে। একই সাথে এসব পরিবারকে ৪০ ডলার করে আর্থিক সহায়তা প্রদান করেছে শাবাব প্রশাসন।
সূত্রমতে, গত ১০ ডিসেম্বরও আশ-শাবাবের পক্ষ থেকে জুবা রাজ্যের ৬টি গ্রামের শত শত মানুষকে ঔষধ ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সহায়তা বিতরণ কার্যক্রমের কিছু চিত্র আল-ফিরদাউসের পাঠকদের জন্য উপস্থাপন করা হল –
একসাথে দেখুন- https://files.fm/u/vgpc4r9q5y