আলিগড় থানায় মুসলিম নারীকে হিন্দু পুলিশ অফিসারের গুলি

মাহমুদ উল্লাহ্‌

0
409

গত ৮ ডিসেম্বর শুক্রবার উত্তরপ্রদেশের আলিগড়ের কোতোয়ালি নগর থানায় ইশরাত নিগার নামের ৫২ বছর বয়সী এক মুসলিম নারীকে গুলি করে মনোজ শর্মা নামের এক হিন্দু পুলিশ অফিসার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মনোজ তার এক সহকারী থেকে একটি পিস্তল হাতে নিয়ে সেটিকে লোড করে এবং তা ইশরাতের দিকে তাক্‌ করে পিস্তলটি দেখতে থাকে। এরপর পিস্তলের ট্রিগারে চাপ পড়লে গুলি সরাসরি গিয়ে নিগারের মাথায় লাগে। ঘটনার সময় ইশরাতের ছেলে জিশান তাঁর পাশেই ছিলেন। গুলি লাগার সাথে সাথেই ইশরাত মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনাস্থলে সুবহান নামে অপর এক প্রত্যক্ষদর্শীও ছিলেন। তাঁর এক ভিডিও বিবৃতির বরাতে জানা যায় যে, মনোজ শর্মা নামের সেই অফিসার ইশরাতের কাছে ঘুষ দাবি করেছিলো। সে আরও বলে যে, ঘটনার পরপরই অন্য আরেক পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং অন্যদের সাথে তাঁর যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি ঘটনার পর ইশরাতের ছেলে জিশানকেও একটি ঘরে বন্দী করে রাখা হয়। ‘এক্স’ এ ভাইরাল হওয়া অন্য আরেক ভিডিওতে দেখা যায় সুবহানকে টেনে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ। জনগণ এতে বাধা দিলে সুবহানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে জানানো হয়।

উল্লেখ্য যে, ইশরাত উমরাহ করার উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য পাসপোর্ট বানিয়েছিলেন এবং তা ভেরিফিকেশনের জন্য সেদিন থানায় গিয়েছিলেন। তাঁর পরিবারের দাবি যে, পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্বে থাকা মনোজ ইশরাতের কাছে ঘুষ দাবি করেছিল এবং এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটিও হয়েছিলো।

অপরদিকে পুলিশ বিভাগসহ হিন্দুত্ববাদী বিভিন্ন মিডিয়া ঘটনাটি ‘ভুলবশত’ হয়েছে বলে প্রচার করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইশরাতকে জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক।



 

তথ্যসূত্র:

1. Aligarh: Veiled Muslim Woman Shot ‘Mistakenly’ during Passport Verification at Police Station
https://tinyurl.com/59tszhke
2. Video link
http://tinyurl.com/fxzxx2uc
3. Video link
http://tinyurl.com/yc29pxz2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১২ ডিসেম্বর, ২০২৩
পরবর্তী নিবন্ধতুফানুল আকসার ৬৭তম দিনে মুজাহিদদের হাতে ধরাশায়ী অন্তত ১০৮ ইসরায়েলী সৈন্য