গাজায় অভিযানে নিজেদের ৩ জিম্মিকে ‘ভুলবশত’ হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

- মুহাম্মাদ মহসিন

0
261
নিহত তিন ইসরায়েলি জিম্মি। ছবি: সংগৃহীত

গাজায় অভিযান চালানোর সময় ভুল করে তিন ইসরায়েলি জিম্মিকে হত্যা করার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানায়, ফিলিস্তিনি মুজাহিদদের হাতে জিম্মি থাকা ওই তিনজনকে দূর থেকে হুমকি ভেবে সেনারা গুলি চালায়, এতে ঘটনাস্থলেই তারা মারা যায় ঐ জিম্মিরা।

গত ১৫ ডিসেম্বরের এ ঘটনার প্রেক্ষিতে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, ঘটনাটি ‘সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে’ তদন্ত করা হবে।

তবে এব্যাপারে হামাস মুজাহিদদের পক্ষ থেকে এখনো কিছু নিশ্চিত করা হয়নি।

তাছাড়াও, হানিবল ডিরেক্টিভের অংশ হিসেবে ইসরায়েল নিজেদের লোকদের ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে কি না, তা নিয়েও যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। কেননা ইতিপূর্বে তারা বহুবার এমন নিকৃষ্ট কাজের উদাহরণ রেখেছে।

সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী দাবি করে আসছিল যে, তারা গাজা থেকে সব ইসরায়েলি জিম্মিকে উদ্ধার ও হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। অথচ এখন তাদের নিজেদের হাতেই জিম্মিরা নিহত হচ্ছে।



 

তথ্যসূত্র:

1. Israeli army says it mistakenly killed three captives held in Gaza
https://tinyurl.com/4p2ks3fa
2. Israeli soldiers recite Jewish prayers, Hannukah songs inside Jenin mosque
https://tinyurl.com/f5j38wjm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরের জেনিনে মসজিদ অবমাননা সন্ত্রাসী ইহুদি সেনাদের
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৭ ডিসেম্বর, ২০২৩