ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় ২৫০ জন ফিলিস্তিনি মুসলিম নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০০ জন। এর মধ্যে মাগাজি শরণার্থী শিবিরেই নিহত হয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে জানানো হয়, গাজায় গেলো ২৪ ঘণ্টায় শরণার্থী শিবিরসহ একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এর মধ্যে গাজার খান ইউনিস, বুরেইজ এবং নুসেইরাতেও বহু মানুষ নিহত হয়েছে। মাগাজি শরণার্থী শিবিরের একটি আবাসিক চত্বরে ইসরায়েলি হামলায় সাত ফিলিস্তিনি পরিবারের সবাই নিহত হয়েছেন।
টানা ৮০ দিনেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরোচিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল। সেখানে প্রতিদিনই শত শত মুসলিম হতাহত হচ্ছেন। হামলায় গাজার আবাসিক ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে।
চলমান এ আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ২০,৬৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন অন্তত ৫৪,৫৩৬ জন ফিলিস্তিনি। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন আরও ৮ হাজারের বেশি।
এদিকে, দখলদার ইসরায়েলের সন্ত্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা থেকে ফিলিস্তিনিদের চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। নেতানিয়াহু মূলত গাজাকে ফিলিস্তিনিমুক্ত করতে চায়। এরপর সমগ্র ফিলিস্তিনে প্রতিষ্ঠা করতে চায় দাজ্জালি সাম্রাজ্য। নেতানিয়াহুর এমন চক্রান্তকে হাস্যকর আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে হামাস।
একদিকে পশ্চিমা বিশ্ব সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে আগ্রাসন চালিয়ে যেতে সাহায্য করে যাচ্ছে, অন্যদিকে আবার কথিত কিছু আরব নেতা দখলদার ইসরায়েলের সুবিধার্থে আরব ভূখণ্ড হয়ে স্থলপথে খাদ্য ও অন্যান্য সামগ্রী পৌঁছে দিয়ে বাণিজ্য সহযোগিতা দিয়ে যাচ্ছে।
আর গাজার মুজাহিদরা স্বল্প সামর্থ্য দিয়েই মুসলিম ভূখণ্ড রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন বীর বিক্রমে।
তথ্যসূত্র:
1. Israel intensifies Gaza strikes, killing 250 Palestinians in 24 hours
– http://tinyurl.com/4ufmx6dw
2. Gaza’s Maghazi refugee camp in ruins after deadly Israeli attack
– http://tinyurl.com/3uptwz2t