গত ১৩ জানুয়ারি কাবুলে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সেনাবাহিনীর ২০৩ তম মানসুরী সামরিক শাখার ১ম ব্রিগেডের প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৬০০ জন যুবক প্রশিক্ষণার্থীর স্নাতক অর্জনের সম্মাননা প্রদানের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে স্নাতক সম্মাননা প্রাপ্ত প্রশিক্ষণার্থীগণ ৩ মাসের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন। সামরিক, পেশাদারি ও দ্বীন সংশ্লিষ্ট বিষয়ে সমন্বিত প্রশিক্ষণ দেওয়া হয় তাদের।
উক্ত অনুষ্ঠানে স্নাতক অর্জনকারীদের উদ্দেশ্যে ইমারতে ইসলামিয়ার কর্মকর্তাবৃন্দ উৎসাহমূলক নসিহত প্রদান করেন। এছাড়া একটি ইসলামি শরিয়াহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে সামরিক বাহিনীর ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরেন তারা। আন্তরিকতা ও সততার সাথে দেশবাসীর সেবা প্রদান করতে এবং দেশের সীমানা প্রতিরক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ থাকতে সদ্য স্নাতক অর্জনকারীদের উৎসাহিত করেন ইমারতে ইসলামিয়ার কর্মকর্তাগণ।
স্নাতক অর্জনকারী যুবক সেনাসদস্যগণ যেকোনো পরিস্থিতিতে জনগণকে সেবা প্রদানের ব্যাপারে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বাস্তব দক্ষতা ও সামরিক রণকৌশল প্রদর্শনের মাধ্যমে তারা দেশবাসীর প্রতিরক্ষায় নিজেদের প্রস্তুত থাকার বিষয়টি প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্নাতক ডিগ্রি অর্জনের স্মৃতিস্মারক হিসেবে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।