পাকিস্তানের সাথে আমাদের স্বীকৃত কোনো সীমানা এমনকি জিরো পয়েন্টও নেই: তালিবান

0
354

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান প্রশাসন, পাকিস্তান ও আফগানিস্তানকে পৃথককারী বৃটিশদের তৈরি “ডুরান্ড” লাইনকে কাল্পনিক সীমান্ত বলে বর্ণনা করেছেন। ইমারাতে ইসলামিয়া প্রশাসন বলেছে যে, প্রতিবেশী পাকিস্তানের সাথে আফগানিস্তানের বাস্তবিক কোন সীমান্ত নেই।

গত ২৭ জানুয়ারী পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার তোরখাম বর্ডার পরিদর্শন করেন আফগানিস্তানের সীমান্ত ও উপজাতি বিষয়ক মন্ত্রী নূরুল্লাহ নূরি হাফিজাহুল্লাহ। এসময় তিনি পাকিস্তান সরকার কর্তৃক জোরপূর্বক উদ্বাস্তু হয়ে দেশে ফিরে আসা শরনার্থীদের সাথে দেখা করেন এবং তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন। সেই সাথে তিনি জনগণকে আশ্বস্ত করেন যে, “আপনাদের সুযোগ-সুবিধা তৈরি করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা যথাসাধ্য কাজ করে যাচ্ছেন।”

এই সফরে তিনি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার “ডুরান্ড লাইন” নিয়েও কথা বলেন। তিনি জানান, ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে সীমান্ত এখনও অস্পষ্ট। এখানে শুধু দুই দেশের মধ্যে একটি কাল্পনিক সীমান্ত রেখা আছে।

আফগানিস্তান সরকার “যথাযথভাবে সীমান্ত রেখায় উত্তেজনা নিরসনের চেষ্টা করছে” উল্লেখ করে তিনি বলেন, “পাকিস্তানের সাথে আমাদের কোনো সরকারি সীমান্ত নেই, এমনকি কোনো জিরো পয়েন্টও নেই। আমাদের মধ্যে কেবল (ডুরান্ড লাইন) একটি কাল্পনিক রেখাই আছে।”

মন্ত্রী আরও বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে যেই ডুরান্ড লাইন আছে, তা “ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসন এই অঞ্চলের জনগণকে বিভক্ত করার জন্য তৈরি করেছিল”। আর আফগানিস্তান এই রেখাটিকে সরকারি সীমানা হিসাবে স্বীকৃতি দেয় না।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে শত্রু সেনাবাহিনীর বিরুদ্ধে আল-কায়েদার ১৩ অভিযান
পরবর্তী নিবন্ধবেসরকারি কোম্পানির সাথে আঁতাতে সরকারি বীজ অবিক্রীত, ক্ষতিগ্রস্ত কৃষক ও দেশ