বুরকিনায় প্রতিরোধ যোদ্ধাদের ৩ অভিযানে অন্তত ৩০ সৈন্য নিহত

- আলী হাসনাত

0
123
জেএনআইএম মুজাহিদিন, ফাইল ছবি।

বুরকিনা ফাসোতে দেশটির ইসলাম বিরোধী জান্তা বাহিনীর বিরুদ্ধে সামরিক অপারেশন চালাচ্ছেন ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। সম্প্রতি দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে ‘জেএনআইএম’ কর্তৃক পরিচালিত ৫টি অভিযানের ৩টিতেই অন্তত ৩০ বুরকিনান সৈন্য নিহত হয়েছে।

আয-যাল্লাকা মিডিয়া সূত্রে জানা যায়, আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি প্রতিরোধ বাহিনীটি গত ২১ জানুয়ারি রবিবার, তাদের প্রথম অভিযানটি পরিচালনা করেন বঙ্গোর শহরে। অভিযানটি উক্ত শহরে জান্তা বাহিনীর সাথে যুক্ত একটি মিলিশিয়া দলকে টার্গেট করে চালানো হয়। মুজাহিদদের অতর্কিত এই অভিযানে অন্তত ২০ মিলিশিয়া সদস্য নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়।

অভিযান শেষে ‘জেএনআইএম’ যোদ্ধারা ঘটনাস্থল থেকে ১০টি ক্লাশিনকোভ, ১৫টি মোটরসাইকেল এবং ১৪টি বুলেট বাক্স সহ অন্যান্য অনেক সামরিক সরঞ্জাম ভর্তি বাক্স উদ্ধার করেন।

এদিন জেএনআইএম মুজাহিদগণ তাদের দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন উইগিয়া রাজ্যের বায়োসোগো অঞ্চলে। মুজাহিদগণ অভিযানটি উক্ত অঞ্চলে বুরকিনার একটি সেনা টহল দলকে টার্গেট করে পরিচালনা করেন। এতে ৬ বুরকিনান সেনা নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়। আর মুজাহিদগণ ঘটনাস্থল থেকে সেনাসদস্যদের ২টি মোটরসাইকেল ও ৪টি ক্লাশিনকোভ জব্দ করেন।

অপরদিকে গত ২২ জানুয়ারি সোমবার, জেএনআইএম’ মুজাহিদগণ তাদের তৃতীয় সফল অভিযানটি পরিচালনা করেন বুরকিনার কুমফেঙ্গি অঞ্চলে। এতে বুরকিনান সেনাবাহিনীর অন্তত ৪ সৈন্য নিহত হয় এবং কতক সৈন্য আহত হয়। আর মুজাহিদগণ ঘটনাস্থল থেকে সামরিক বাহিনীর ৪টি ক্লাশিনকোভ ও ৫টি বুলেট বাক্স জব্দ করেন।

এর আগে অর্থাৎ গত ১১ ও ১৩ জানুয়ারি দেশটির ট্রেলিবারী অঞ্চলে ২টি পৃথক আইইডি বিস্ফোরণ ঘটান ‘জেএনআইএম’ মুজাহিদগণ। এতে সেনাবাহিনীর ২টি সাঁজোয়া যান ধ্বংস হয়ে যায়। আর যান দু’টিতে থাকা সমস্ত আরোহী সৈন্য হতাহত হয়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের ব্যাপারে পশ্চিমা বিশ্বের ডাবল স্ট্যান্ডার্ড নীতি: মৌলভী আব্দুল কবির হাফিযাহুল্লাহ
পরবর্তী নিবন্ধডলার সংকটে বিপুল বকেয়া বিদ্যুৎ-জ্বালানি খাতে